স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হচ্ছে
যথাসময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন
কমিশন (দুদক)। আজ রোববার কমিশন এ মামলার অনুমোদন দেয় বলে জানিয়েছেন
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।দুদক সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ
কর্মকর্তার কার্যালয়ের এসএএস সুপার (বর্তমানে বরখাস্ত) মো. আনোয়ার
হোসেনের বিরুদ্ধে এ মামলা হচ্ছে।দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের
অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আনোয়ার হোসেনকে সম্পদের বিবরণী দাখিলের
নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি তা দাখিল করেননি। তাই কমিশন তাঁর বিরুদ্ধে
‘নন সাবমিশন’ মামলার অনুমোদন দেয়।সম্পদ বিবরণী দাখিল না করা দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারা অনুসারে অপরাধ।
No comments