সিরিয়ায় রুশ-মার্কিন নতুন উত্তেজনা

সিরিয়া হামলাকে কেন্দ্র করে রাশিয়া ও মার্কিন মিত্রদের ভেতর নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এক পক্ষ চাইছে হামলা বন্ধ হোক, অন্য পক্ষ তা মানতে নারাজ। শুক্রবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক ও জোটের অন্য সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেছে, রাশিয়ার বিমান হামলা উত্তেজনা সৃষ্টি করছে, যা কেবল চরমপন্থাকেই আরও উস্কে দেবে।
রাশিয়ার বিমান হামলায় কেবল ইসলামিক স্টেটবহির্ভূত বিদ্রোহীরা এবং বেসামরিক নাগরিকরাই মারা পড়ছে বলে তারা অভিযোগ করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকে সহায়তা করতে বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়ার বিমান বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, শুক্রবারও সিরিয়ায় নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, তারা আইএসের আস্তানাগুলোতে বিমান হামলা চালাচ্ছে। রাশিয়ার পার্লামেন্টের বিদেশবিষয়ক কমিটির প্রধান আলেক্সাই পুশকভ বলেছেন, হামলা চলবেই।
কে কার জন্য যুদ্ধ করছে
যুক্তরাষ্ট্র
সমর্থন : সিরিয়ায় বাশারবিরোধী বিদ্রোহীদের মধ্যে মডারেট গ্রুপগুলোকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র।
বিরোধিতা : প্রেসিডেন্ট বাশার, আইএস ও উগ্রপন্থী গোষ্ঠী।
যেভাবে যুদ্ধ করছে : ৬০ দেশের একটি জোট গঠন করে ইরাক ও সিরিয়ায় আইএস এবং অন্য চরমপন্থীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
রাশিয়া
সমর্থন : প্রেসিডেন্ট বাশারকে সমর্থন করছে রাশিয়া। দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে সিরিয়া-ই দেশটির একমাত্র বন্ধুরাষ্ট্র।
বিরোধিতা : আইএসের বিরোধিতা করছে রাশিয়া। কয়েক হাজার রুশ তরুণ আইএসে যোগ দিয়েছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।
তুরস্ক
সমর্থন : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। সেই সঙ্গে নির্দিষ্ট কিছু বাশারবিরোধী গ্রুপকে সমর্থন করছে তুরস্ক।
বিরোধিতা : বাশার সরকার এবং সশস্ত্র কুর্দি বাহিনী পিকেকের সমর্থনপুষ্ট সিরীয় কুর্দিদের বিরোধিতা করছে তুরস্ক। একই সঙ্গে আইএসেরও বিরোধী তারা।
যেভাবে যুদ্ধ করছে : ইরাকে কুর্দি বাহিনী পিকেকের যোদ্ধাদের লক্ষ্য করে গত জুলাই মাস থেকে বিমান হামলা চালাচ্ছে।
ইরান
সমর্থন : বাশার ও সিরিয়া সরকাকে সমর্থন করছে ইরান।
বিরোধিতা : সুন্নিপন্থী জঙ্গি, ইসলামিক স্টেট ও সুন্নি উগ্রপন্থীদের বিরোধিতা করছে ইরান।
যেভাবে যুদ্ধ করছে : ২০১১ সাল থেকে সিরিয়াকে অস্ত্র, রসদ ও অর্থ দিয়ে সাহায্য করে আসছে ইরান।
সৌদি আরব
সমর্থন : সিরিয়া সরকারের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীদের সমর্থন করছে সৌদি আরব।
বিরোধিতা : সিরিয়া সরকার এবং আইএস।
যেভাবে যুদ্ধ করছে : বাশারের কঠোরবিরোধী সৌদি আরব বিদ্রোহীদের আরও অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করার ঘোষণা দিয়েছে।
ফ্রান্স
সমর্থন : সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে মডারেট গ্রুপগুলোকে সাহায্য করছে ফ্রান্স।
বিরোধিতা : বাশার, ইসলামিক স্টেট ও উগ্রপন্থীদের বিরোধিতা করছে ফ্রান্স।
যেভাবে যুদ্ধ করছে : যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়ে বিমান হামলা চালাচ্ছে ফ্রান্স।

No comments

Powered by Blogger.