খালেদা-শারম্যান বৈঠক, সিটি নির্বাচনে কারচুপিতে অসন্তুষ্ট শারম্যান, হাসিনাকে বান কি-মুনের ফোন
সদ্য
সমাপ্ত বাংলাদেশের তিন সিটি নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনায় অসন্তোষ
প্রকাশ করেছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি
(রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান। শুক্রবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়
বাংলাদেশ যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ
কথা জানান। শারম্যান বলেন, সিটি নির্বাচনের অনিয়মগুলো অবশ্যই স্বচ্ছতার
সঙ্গে তদন্ত করতে হবে। যুক্তরাষ্ট্র এ নির্বাচন নিয়ে হতাশ হয়েছে। তার এ
অসন্তোষের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে
আগামী যে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানিয়েছেন শারম্যান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া
বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং পররাষ্ট্র সচিব
শহীদুল হক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন |
সিটি নির্বাচনে কারচুপি, হাসিনাকে বান কি-মুনের ফোন
প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেছেন
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। শুক্রবার বেলা ১টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে
ফোন করেন জাতিসংঘ মহাসচিব। তাদের মধ্যে প্রায় ১৪ মিনিট কথা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী মানবজমিন অনলাইনকে এ তথ্য
নিশ্চিত করেছেন। এর অাগে জাতিসংঘ মহাসচিব সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ
তদন্তের জন্য আহ্বান জানিয়েছিলেন। ফোনালাপে নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে
স্বস্তিকর বললেও মাঝপথে তাদের সরে দাঁড়ানোকে মহাসচিব ‘দুঃখজনক’ হিসাবে
উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন বান কি-মুন। গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ
এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের এ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতাসীন আওয়ামী
লীগের প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী
বিএনপির প্রার্থীরা ভোট চলাকালেই কারচুপির অভিযোগে বর্জনের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি জাতিসংঘ মহাসচিবও ইতোমধ্যে সব
অনিয়মের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
খালেদা-শারম্যান বৈঠক
বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন
পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক) ওয়েন্ডি শারম্যান।
শুক্রবার বিকালে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ এ বৈঠক অনুষ্ঠিত
হয়। শারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকাল সাড়ে ৪টায় ফিরোজায় প্রবেশ
করে। সেখানে তারা খালেদার সঙ্গে প্রায় আধ ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান,
চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
এসময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম
বার্নিকাটও ছিলেন। তবে সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র
মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বৈঠকে ছিলেন না। বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের প্লেনারি
সেশনে অংশ নিতে শারম্যান ও নিশা দেশাই ঢাকায় আসেন। ওইদিন সন্ধ্যায় তারা
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।
No comments