সাত বাংলাদেশীকে সাগরে ফেলে পালাল পাচারকারীরা
ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কোয়ালা লংসার একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খাবারের অপেক্ষায় মিয়ানমারের রোহিঙ্গা অভিবাসীরা। এখানে রয়েছে কয়েকশ বাংলাদেশী অভিবাসী |
বঙ্গোপসাগর
থেকে সাত বাংলাদেশীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মালয়েশিয়ায় পাচার
করার উদ্দেশে বোটে তোলা হয়েছিল। কোস্টগার্ডের টহল টিম দেখে পাচারকারীরা
সাতজনকে সাগরে নিক্ষেপ করে পালিয়ে যায়। এদিকে পাচারকারীদের মুক্তিপণ দিয়ে
ফিরে এসেছেন ১৩ বাংলাদেশী। টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের
ছেঁড়াদ্বীপ এলাকা থেকে তারা পৃথকভাবে ফিরে আসেন। অপরদিকে কয়েক দিন আগে ডুবে
যাওয়া বোট থেকে উদ্ধার হওয়া বাংলাদেশীরা ইন্দোনেশিয়ার আশ্রয় শিবিরে
মানবেতর জীবন পার করছেন বলে জানা গেছে। সেখানকার কর্তৃপক্ষ খাবার ও
চিকিৎসার ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেশটির আচেহ প্রদেশে
আশ্রয় নেয়া বাংলাদেশ ও রোহিঙ্গা অভিবাসীদের জন্য খাদ্য সহায়তা চেয়েছেন
স্থানীয় কর্তৃপক্ষ। থাই উপকূলে অভিবাসী বোঝাই চারটি বোটের সন্ধান পাওয়া
যাচ্ছে না বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে। এসব বোটে দুই
শতাধিক যাত্রী ছিল, যাদের সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। উদ্ভূত এ
পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ
বিষয়ে সোমবার তিনি টেলিফোনে কথা বলেন মালয়েশিয়া ও থাইল্যান্ডের
প্রধানমন্ত্রীর সঙ্গে। অন্যদিকে এ সংকটের জন্য মিয়ানমারকে দায়ী করেছেন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। এ ব্যাপারে
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করার জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের প্রতি
আহ্বান জানিয়েছেন তিনি। খবর যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো, টেকনাফ
প্রতিনিধি, মালয়েশিয়া প্রতিনিধি, এফএফপি, বিবিসি ও সিএনএনের।
সাত বাংলাদেশী উদ্ধার : মালয়েশিয়ায় পাচারের সময় কোস্টগার্ডের টহল টিম দেখে বোট থেকে সাত বাংলাদেশীকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দালাল চক্র। এই চক্র বোট নিয়ে দ্রুত পালিয়ে যায়। রোববার রাত ৩টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টহল টিম সেন্টমার্টিন দ্বীপের অদূরে ছেঁড়াদ্বীপের উত্তর এলাকা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন- শাহাদাত সরকার (৩৫), আলাউদ্দিন শেখ (২৮), মামুন মোল্লা (১৯), জসীম মুন্সী (৩৭), ইদ্রিস আলী (২০), ইসমাইল হোসেন (২২) ও ইমরান আলী (২২)।
কোস্টগার্ড পূর্ব জোন সূত্র জানায়, মানব পাচার রোধে সাম্প্রতি টহল জোরদার করে কোস্টগার্ড। এর অংশ হিসেবে জোনের একটি টিম সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপাসাগরে টহল দিচ্ছিল। একটি ইঞ্জিন বোটের সন্দেহজনক গতিবিধি দেখে টহল দল সেটিকে ধাওয়া করলে বোটে থাকা সাতজনেক সাগরে নিক্ষেপ করে পাচারকারীরা। ভাসমান অবস্থায় টহল টিমের হাতে উদ্ধার হওয়া যাত্রীরা কোস্টগার্ডকে জানান, শহীদ গাজী (৩৪) ও ওয়াদুদ (২৮) নামে দুই দালাল তাদের মালয়েশিয়া পাচার করছিল। কোস্টগার্ড দেখে তাদের সাগরে নিক্ষেপ করে তারা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম নুরুল হুদা জানান, এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানায় দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ১৩ জন : মানব পাচারের ব্যবহৃত থাই ট্রলার থেকে মুক্তিপণ দিয়ে আরও ১৩ মালয়েশিয়াগামী ফিরে এসেছেন। রোববার রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে তারা পৃথকভাবে ফিরে আসেন। ফিরে আসা ব্যক্তিদের কোস্টগার্ড ও বিজিবি আটক করার পর সোমবার দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা সিরাজগঞ্জ, ঝিনাইদহ, জয়পুরহাট ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
ফিরে আসা ব্যক্তিরা জানান, কক্সবাজারের মহেশখালীসহ কয়েকটি পয়েন্ট দিয়ে দুই থেকে আড়াই মাস পূর্বে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা দালালদের মাধ্যমে সাগরে অপেক্ষমাণ থাই ট্রলারে উঠেন। দুই মাসের বেশি সময় তারা ট্রলারে ছিলেন।
পরে থাইল্যান্ড ও বাংলাদেশে মানব পাচারের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু হলে তাদের বহনকারী ট্রলার থাইল্যান্ড সীমান্তের দিকে এগুতে পারেনি। এ অবস্থায় ট্রলারে থাকা দালালরা মুক্তিপণের বিনিময়ে যাত্রীদের কূলে নামিয়ে দেয়ার কৌশল গ্রহণ করে। তারা পরিবারের সঙ্গে মোবাইল যোগাযোগের মাধ্যমে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা করে মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন।
ফিরে আসা এসব ব্যক্তি আরও জানান, মিয়ানমার জলসীমায় সীতা পাহার নামক স্থানে যেখানে মানব পাচারের ট্রলারগুলো অবস্থান করে থাকে সেখানে আরও ৩টি বড় ট্রলার অন্তত পাঁচ শতাধিক অভিবাসী ভাসমান অবস্থায় রয়েছে।
বিজিবি-৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ও কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার ডিকসন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িত দালালদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার জানান, মালয়েশিয়াগামী ভিকটিমদের জিজ্ঞাসাবাদের পর জড়িত দালালদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
ইন্দোনেশিয়ায় উদ্ধার অভিবাসীদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কয়েকটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্তকরণের কাজ চলছে। সেখানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন তারা। গত সপ্তাহে বোটডুবির পর এদের উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ তাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে কর্র্র্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে যে খাবার আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তারা কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়োর কাছে খাদ্য সাহয্যের আবেদন জানিয়েছেন। শনাক্তকরণের পর এদের নিজ নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
থাই উপকূলে কয়েকশ’ অভিবাসীর সলিল সমাধির আশংকা : থাইল্যান্ড উপকূলের সামান্য দূরে অপেক্ষমাণ অভিবাসী বোঝাই ৪টি বোটের সন্ধান মিলছে না। ঝড়ের কবলে পড়ে বোটগুলো ডুবে কয়েকশ’ অভিবাসীর সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন : দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সংকট নিরসনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফোনালাপে এ অঞ্চলে উদ্ভূত অভিবাসী সংকট ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মহাসচিব বলেন, অভিবাসী সংকট নিরসনে সব ধরনের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। অভিবাসী সংকট মোকাবেলায় থাইল্যান্ডের সংলাপ আয়োজনের পরিকল্পনায় জাতিসংঘ আশ্বস্ত।
এদিকে মুনের সহকারী জান এলিয়াসন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গে সংকট নিয়ে আলোচনা করেছেন। এক বিবৃতিতে বান কি মুনের মুখপাত্র বলেন, এ অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনায় তারা (মহাসচিব ও তার সহকারী) অভিবাসীদের প্রাণ রক্ষায় ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এ সময় দেশগুলোর নেতাদের সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনার বাধ্যবাধকতা ও অভিবাসীদের না ফেরানোর বিষয়ে অনুরোধ করেন তারা।
অভিবাসীদের জন্য খাদ্য সাহায্যের আবেদন ইন্দোনেশিয়ার : উদ্ধার হওয়া অভিবাসীদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার আচেহ প্রদেশের লংসা শহরের মেয়র সেখানে অবস্থানরত দেড় হাজার অভিবাসীর জন্য যে বরাদ্দ রয়েছে তা অপ্রতুল বলে জানিয়েছেন।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার উপকূলে একটি বোট ডুবে যাওয়ার সময় ৭শ’ অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিক। খাদ্য ও পানিবিহীন অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করার সময় বোটটি ডুবে যায়। পরে ইন্দোনেশিয়ার জেলেদের থেকে খবর পেয়ে কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। তাদের আচেহ প্রদেশের লংসায় আশ্রয় দেয়া হয়েছে।
লংসার মেয়র উসমান আবদুল্লাহ বলেন, তাদের কাছে যে বাজেট বরাদ্দ আছে তা খুবই সীমিত। নগরীর অন্য খাতের বরাদ্দ অর্থ অভিবাসীদের জন্য ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের জরুরি সাহায্য প্রয়োজন। আমরা সাময়িকভাবে নগর বাজেট থেকে মানবিক সহায়তার জন্য অর্থ ব্যয় করছি। তবে বাস্তবে ত্রাণ কিংবা জরুরি সহায়তার জন্য আমাদের কোনো বাজেট নেই। আমাদের অর্থের উৎস খুবই সীমিত।’
অপরদিকে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ সে দেশের জেলেদের নির্দেশ দিয়ে বলেছে- তারা যেন সাগরে ভাসতে থাকা অভিবাসীদের উদ্ধারে কোনোরকম সাহায্য না করে।
থাইল্যান্ড থেকে বিবিসির সংবাদদাতা জোনাথন হেড জানিয়েছেন, মিয়ানমার এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসী ভর্তি আরও বোট ইন্দোনেশিয়ার দিকে আসছে। দক্ষিণ থাইল্যান্ডের জেলেরা বলেছেন, তারা কমপক্ষে দুটি বোট ইন্দোনেশিয়ার উপকূলের দিকে যেতে দেখেছেন।
মিয়ানমারকে চাপ প্রয়োগের আহ্বান মাহাথিরের : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, সাগরে ভাসমান হাজার হাজার বিপন্ন মানুষের জীবন বাঁচাতে এ মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের আলোচনায় বসে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে হবে। তিনি বলেন, মালায়েশিয়া এ মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের আলোচনায় বসে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট নিরসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করার পক্ষে। রোহিঙ্গারা সত্যিই ভুগছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে এবং দেশটি খুব দরিদ্র। আমরা চাই তাদের দেশে তাদের সমস্যার মোকাবেলা করা হোক, এখানে নয়। রোহিঙ্গা ও বাংলাদেশী ভাসমান অভিবাসী সম্বন্ধে বিরোধী সংসদ সদস্য জাহেরির এক প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ সোমবার বিকালে পুত্রাজায়ায় সংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন- অন্তত দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের একটি সভা আহ্বান করে মিয়ানমারকে বোঝানো উচিত তাদের জন্য অন্য দেশ মহাসংকটে পড়বে এটা হতে পারে না।
পাচার চক্রের হোতাসহ গ্রেফতার ২ : চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল গ্রাম থেকে ফারুক হোসেন নামে নেপালভিত্তিক আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ফারুকের বাবা সেলিম মুন্সীকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মানব পাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া : মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। রোববার মালয়েশিয়া-বাংলাদেশের চতুর্থ যৌথ কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে আরও বাংলাদেশী কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। দু’দেশের মধ্যে বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী ৩১ দফার ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষর করেন। এদিকে আসিয়ান ডায়ালগের অংশীদার হওয়ার আগ্রহ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো আনিফাহ আমান। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য আরও ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে দ–’দেশের প্রতিনিধিরা সম্মত হন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় আরও বাংলাদেশী শ্রমিক নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া বাংলাদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ার সম্ভাবনাময় অন্য খাত খুলে দেয়ারও অনুরোধ জানানো হয়। এ বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ায় একটি শহীদ মিনার নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। বাংলাদেশের এ প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
মানব পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নিতে এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সাম্প্রতিক অবৈধ অভিবাসনের নামে মানব পাচারকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করে দু’দেশ।
সাত বাংলাদেশী উদ্ধার : মালয়েশিয়ায় পাচারের সময় কোস্টগার্ডের টহল টিম দেখে বোট থেকে সাত বাংলাদেশীকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দালাল চক্র। এই চক্র বোট নিয়ে দ্রুত পালিয়ে যায়। রোববার রাত ৩টার দিকে কোস্টগার্ড পূর্ব জোনের একটি টহল টিম সেন্টমার্টিন দ্বীপের অদূরে ছেঁড়াদ্বীপের উত্তর এলাকা থেকে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন- শাহাদাত সরকার (৩৫), আলাউদ্দিন শেখ (২৮), মামুন মোল্লা (১৯), জসীম মুন্সী (৩৭), ইদ্রিস আলী (২০), ইসমাইল হোসেন (২২) ও ইমরান আলী (২২)।
কোস্টগার্ড পূর্ব জোন সূত্র জানায়, মানব পাচার রোধে সাম্প্রতি টহল জোরদার করে কোস্টগার্ড। এর অংশ হিসেবে জোনের একটি টিম সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপাসাগরে টহল দিচ্ছিল। একটি ইঞ্জিন বোটের সন্দেহজনক গতিবিধি দেখে টহল দল সেটিকে ধাওয়া করলে বোটে থাকা সাতজনেক সাগরে নিক্ষেপ করে পাচারকারীরা। ভাসমান অবস্থায় টহল টিমের হাতে উদ্ধার হওয়া যাত্রীরা কোস্টগার্ডকে জানান, শহীদ গাজী (৩৪) ও ওয়াদুদ (২৮) নামে দুই দালাল তাদের মালয়েশিয়া পাচার করছিল। কোস্টগার্ড দেখে তাদের সাগরে নিক্ষেপ করে তারা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে কোস্টগার্ডের জোনাল কমান্ডার এম নুরুল হুদা জানান, এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানায় দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ১৩ জন : মানব পাচারের ব্যবহৃত থাই ট্রলার থেকে মুক্তিপণ দিয়ে আরও ১৩ মালয়েশিয়াগামী ফিরে এসেছেন। রোববার রাত ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ এলাকা থেকে তারা পৃথকভাবে ফিরে আসেন। ফিরে আসা ব্যক্তিদের কোস্টগার্ড ও বিজিবি আটক করার পর সোমবার দুপুরে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা সিরাজগঞ্জ, ঝিনাইদহ, জয়পুরহাট ও চট্টগ্রাম জেলার বাসিন্দা।
ফিরে আসা ব্যক্তিরা জানান, কক্সবাজারের মহেশখালীসহ কয়েকটি পয়েন্ট দিয়ে দুই থেকে আড়াই মাস পূর্বে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা দালালদের মাধ্যমে সাগরে অপেক্ষমাণ থাই ট্রলারে উঠেন। দুই মাসের বেশি সময় তারা ট্রলারে ছিলেন।
পরে থাইল্যান্ড ও বাংলাদেশে মানব পাচারের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু হলে তাদের বহনকারী ট্রলার থাইল্যান্ড সীমান্তের দিকে এগুতে পারেনি। এ অবস্থায় ট্রলারে থাকা দালালরা মুক্তিপণের বিনিময়ে যাত্রীদের কূলে নামিয়ে দেয়ার কৌশল গ্রহণ করে। তারা পরিবারের সঙ্গে মোবাইল যোগাযোগের মাধ্যমে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা করে মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন।
ফিরে আসা এসব ব্যক্তি আরও জানান, মিয়ানমার জলসীমায় সীতা পাহার নামক স্থানে যেখানে মানব পাচারের ট্রলারগুলো অবস্থান করে থাকে সেখানে আরও ৩টি বড় ট্রলার অন্তত পাঁচ শতাধিক অভিবাসী ভাসমান অবস্থায় রয়েছে।
বিজিবি-৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ ও কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার ডিকসন চৌধুরী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে জড়িত দালালদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার জানান, মালয়েশিয়াগামী ভিকটিমদের জিজ্ঞাসাবাদের পর জড়িত দালালদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হবে।
ইন্দোনেশিয়ায় উদ্ধার অভিবাসীদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে : ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কয়েকটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া বাংলাদেশী ও রোহিঙ্গা অভিবাসীদের শনাক্তকরণের কাজ চলছে। সেখানে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন তারা। গত সপ্তাহে বোটডুবির পর এদের উদ্ধার করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ তাদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে কর্র্র্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে যে খাবার আছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ জন্য তারা কেন্দ্রীয় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়োর কাছে খাদ্য সাহয্যের আবেদন জানিয়েছেন। শনাক্তকরণের পর এদের নিজ নিজ দেশে পাঠানো হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ।
থাই উপকূলে কয়েকশ’ অভিবাসীর সলিল সমাধির আশংকা : থাইল্যান্ড উপকূলের সামান্য দূরে অপেক্ষমাণ অভিবাসী বোঝাই ৪টি বোটের সন্ধান মিলছে না। ঝড়ের কবলে পড়ে বোটগুলো ডুবে কয়েকশ’ অভিবাসীর সলিল সমাধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি মুনের ফোন : দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সংকট নিরসনে মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। ফোনালাপে এ অঞ্চলে উদ্ভূত অভিবাসী সংকট ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। মহাসচিব বলেন, অভিবাসী সংকট নিরসনে সব ধরনের প্রচেষ্টায় সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। অভিবাসী সংকট মোকাবেলায় থাইল্যান্ডের সংলাপ আয়োজনের পরিকল্পনায় জাতিসংঘ আশ্বস্ত।
এদিকে মুনের সহকারী জান এলিয়াসন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গে সংকট নিয়ে আলোচনা করেছেন। এক বিবৃতিতে বান কি মুনের মুখপাত্র বলেন, এ অঞ্চলের নেতাদের সঙ্গে আলোচনায় তারা (মহাসচিব ও তার সহকারী) অভিবাসীদের প্রাণ রক্ষায় ও আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার প্রয়োজনীয়তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এ সময় দেশগুলোর নেতাদের সমুদ্রে উদ্ধার তৎপরতা পরিচালনার বাধ্যবাধকতা ও অভিবাসীদের না ফেরানোর বিষয়ে অনুরোধ করেন তারা।
অভিবাসীদের জন্য খাদ্য সাহায্যের আবেদন ইন্দোনেশিয়ার : উদ্ধার হওয়া অভিবাসীদের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার আচেহ প্রদেশের লংসা শহরের মেয়র সেখানে অবস্থানরত দেড় হাজার অভিবাসীর জন্য যে বরাদ্দ রয়েছে তা অপ্রতুল বলে জানিয়েছেন।
গত সপ্তাহে ইন্দোনেশিয়ার উপকূলে একটি বোট ডুবে যাওয়ার সময় ৭শ’ অভিবাসীকে উদ্ধার করা হয়। এরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা ও বাংলাদেশের নাগরিক। খাদ্য ও পানিবিহীন অবস্থায় নিজেদের মধ্যে মারামারি করার সময় বোটটি ডুবে যায়। পরে ইন্দোনেশিয়ার জেলেদের থেকে খবর পেয়ে কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। তাদের আচেহ প্রদেশের লংসায় আশ্রয় দেয়া হয়েছে।
লংসার মেয়র উসমান আবদুল্লাহ বলেন, তাদের কাছে যে বাজেট বরাদ্দ আছে তা খুবই সীমিত। নগরীর অন্য খাতের বরাদ্দ অর্থ অভিবাসীদের জন্য ব্যয় করা হচ্ছে। তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে আমাদের জরুরি সাহায্য প্রয়োজন। আমরা সাময়িকভাবে নগর বাজেট থেকে মানবিক সহায়তার জন্য অর্থ ব্যয় করছি। তবে বাস্তবে ত্রাণ কিংবা জরুরি সহায়তার জন্য আমাদের কোনো বাজেট নেই। আমাদের অর্থের উৎস খুবই সীমিত।’
অপরদিকে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ সে দেশের জেলেদের নির্দেশ দিয়ে বলেছে- তারা যেন সাগরে ভাসতে থাকা অভিবাসীদের উদ্ধারে কোনোরকম সাহায্য না করে।
থাইল্যান্ড থেকে বিবিসির সংবাদদাতা জোনাথন হেড জানিয়েছেন, মিয়ানমার এবং বাংলাদেশ থেকে আসা অভিবাসী ভর্তি আরও বোট ইন্দোনেশিয়ার দিকে আসছে। দক্ষিণ থাইল্যান্ডের জেলেরা বলেছেন, তারা কমপক্ষে দুটি বোট ইন্দোনেশিয়ার উপকূলের দিকে যেতে দেখেছেন।
মিয়ানমারকে চাপ প্রয়োগের আহ্বান মাহাথিরের : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, সাগরে ভাসমান হাজার হাজার বিপন্ন মানুষের জীবন বাঁচাতে এ মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের আলোচনায় বসে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে হবে। তিনি বলেন, মালায়েশিয়া এ মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের আলোচনায় বসে রোহিঙ্গা উদ্বাস্তু সংকট নিরসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করার পক্ষে। রোহিঙ্গারা সত্যিই ভুগছেন। তিনি আরও বলেন, বাংলাদেশে বেকার সমস্যা রয়েছে এবং দেশটি খুব দরিদ্র। আমরা চাই তাদের দেশে তাদের সমস্যার মোকাবেলা করা হোক, এখানে নয়। রোহিঙ্গা ও বাংলাদেশী ভাসমান অভিবাসী সম্বন্ধে বিরোধী সংসদ সদস্য জাহেরির এক প্রশ্নের জবাবে মাহাথির মোহাম্মদ সোমবার বিকালে পুত্রাজায়ায় সংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন- অন্তত দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের একটি সভা আহ্বান করে মিয়ানমারকে বোঝানো উচিত তাদের জন্য অন্য দেশ মহাসংকটে পড়বে এটা হতে পারে না।
পাচার চক্রের হোতাসহ গ্রেফতার ২ : চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি জানান, চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার উত্তর চর মঙ্গল গ্রাম থেকে ফারুক হোসেন নামে নেপালভিত্তিক আন্তর্জাতিক মানব পাচার চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ফারুকের বাবা সেলিম মুন্সীকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
মানব পাচার প্রতিরোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া : মানব পাচার প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ নিতে এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। রোববার মালয়েশিয়া-বাংলাদেশের চতুর্থ যৌথ কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার সারওয়াক প্রদেশে আরও বাংলাদেশী কর্মী নিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া। দু’দেশের মধ্যে বিনিয়োগ ও পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী ৩১ দফার ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষর করেন। এদিকে আসিয়ান ডায়ালগের অংশীদার হওয়ার আগ্রহ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি। মালয়েশিয়া প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো আনিফাহ আমান। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য আরও ক্ষেত্র খুঁজে বের করার বিষয়ে দ–’দেশের প্রতিনিধিরা সম্মত হন।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ায় আরও বাংলাদেশী শ্রমিক নিয়োগের ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া বাংলাদেশী শ্রমিকদের জন্য মালয়েশিয়ার সম্ভাবনাময় অন্য খাত খুলে দেয়ারও অনুরোধ জানানো হয়। এ বৈঠকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরে মালয়েশিয়ায় একটি শহীদ মিনার নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। বাংলাদেশের এ প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে।
মানব পাচার রোধে সমন্বিত পদক্ষেপ নিতে এ অঞ্চলের অন্য দেশের সঙ্গে একযোগে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। সাম্প্রতিক অবৈধ অভিবাসনের নামে মানব পাচারকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় এ সমন্বিত উদ্যোগ জরুরি বলে মনে করে দু’দেশ।
No comments