জঙ্গিরা আমাকে হত্যার পরিকল্পনা করছে -তসলিমা নাসরিন
বাংলাদেশের
বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, তাকে খুন করার পরিকল্পনা করছে
সন্ত্রাসীরা। তিনি জানিয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিম তাকে হত্যার ষড়যন্ত্র
করছে। সীমান্ত পাড়ি দিয়ে দিল্লিতে গিয়ে জঙ্গিরা তাকে হত্যা করতে চায় বলে
আশংকা করেছেন তিনি। এর আগে আনসারুল্লাহ বাংলা টিমই ব্লগার অভিজিৎ রায়ের
হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এমন
দাবি করেছেন তসলিমা নাসরিন। তিনি জানিয়েছেন, আনসারুল্লাহ বাংলা টিমের
সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমপর্কে বিভিন্ন ঘৃণ্য বার্তা
ছড়াচ্ছে। একই কাজ ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর রহমানের ক্ষেত্রেও তারা
করেছে বলে দাবি তসলিমার। তবে হুমকি সত্ত্বেও, তিনি ‘যতদিন বাঁচবেন, ততদিন
চুপ থাকবেন না’ বলেও অঙ্গীকার করেছেন। একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রপন্থি জঙ্গিরা এখন তসলিমার পিছু
নিয়েছে। তাদের নজরে তসলিমা অনেকদিন ধরেই রয়েছেন। এদিকে ১৯শে এপ্রিল ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষার কথা জানিয়ে
টুইটারে টুইট করেন তসলিমা। তিনি টুইট বার্তায় নরেন্দ্র মোদির ব্যক্তিগত ও
ভারতের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক টুইটার আইডিকে মেনশন করে লিখেন, মোদিজি,
আমি ব্যাকুলভাবে আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছি। আপনি কি দয়া করে আমার
ইচ্ছাটা পূরণ করবেন? বিনীত, আপনার ‘টি’। তবে তসলিমার ওই টুইটের
প্রতিক্রিয়ায় সমর্থনসূচক ও তীর্যক বহু মন্তব্য দেখা যায়। নাভনিত আগারওয়াল
নামের একজন প্রতিক্রিয়ায় লিখেছেন, আপনি বিজেপিতে যোগ দিন। ভারত দোষি নামের
এক ব্যবহারকারী লিখেছেন, আপনার মতো মহান লেখক টুইটারে আকুতি জানাচ্ছেন,
কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। এটা খুবই খারাপ সময়। ডক রম নামের একজনের
প্রশ্ন, তসলিমা, আপনি কয়টি ভোটের প্রতিনিধিত্ব করেন? ইবন ফেরদৌস নামের একজন
লিখেছেন, কেন দেখা করা দরকার? মোদিজির কাছে ভিক্ষা চাইতে? সুবোধ গেইম
নামের ব্যবহারকারী লিখেছেন, জানালার দিকে পাথর ছুড়ে মারুন। এবং বলুন, আপনি
মুসলিম, তাই আপনি আক্রমণের শিকার হয়েছেন। তবে কেউ কেউ বলেছেন, মোদির উচিত
তার আহ্বানে সাড়া দেয়া।
No comments