প্রিয়াংকার গ্গ্ন্যামারও কংগ্রেসকে বাঁচাতে পারবে না :মানেকা
ভারতের
ক্ষমতাসীন কংগ্রেসের কঠোর সমালোচনা করলেন গান্ধী পরিবারেরই এক সদস্য ও
বিজেপি সাংসদ মানেকা গান্ধী। সঞ্জয় গান্ধীর পত্নী মানেকা বলেন, রাহুল
গান্ধী এমনকি তার বোন প্রিয়াংকা গান্ধীও এবার কংগ্রেসকে বিপর্যয় থেকে
বাঁচাতে পারবে না। এ ছাড়া নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর লড়াইকে 'সিংহ ও
পাখি'র মধ্যে লড়াই বলে মন্তব্য করেন তিনি। জিনিউজ অনলাইন। একটি বেসরকারি
টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের কঠোর সমালোচনা করে মানেকা
বলেন, গত ১০ বছরে দেশের সম্পদ লুটেছে কংগ্রেস। তাদের অত্যাচারে অতিষ্ঠ
ভারতীয়রা আগামী লোকসভা নির্বাচনে এর কঠোর জবাব দেবে। রাহুল বলুন আর তার বোন
প্রিয়াংকা বলুন, কোনো গান্ধীই কংগ্রেসকে এবার বাঁচাতে পারবে না। বিজেপির
এই নেতা ইউপিএ সরকারকে ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করে বলেন, 'দুর্নীতি
কংগ্রেসকে ধ্বংস করেছে। তাদের সরকার এখন একটি ডুবন্ত জাহাজ। প্রিয়াংকা বা
রাহুল কেউই সে জাহাজকে বাঁচাতে পারবে না।' এমনকি প্রিয়াংকার গ্গ্ন্যামারও
না। এর আগে তারা রাহুলকে সামনে এনেছিল যা ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী
মনমোহন সিং রাহুল গান্ধীর প্রশংসা করেছেন। এ বিষয়ে মানেকা বলেন, 'যিনি এ
কথা বলেছেন তিনি কি ভারতের প্রধানমন্ত্রী নাকি কংগ্রেসের প্রধানমন্ত্রী। ১০
বছর ধরে রাহুল ও সোনিয়া গান্ধী দেশ চালিয়েছেন। তাদের কাছ থেকে আমরা কী
পেলাম? আসল কথা হলো কংগ্রেসে আর কোনো সৎ নেতা নেই, যে দেশকে সঠিক পথে নিয়ে
যেতে পারে।
No comments