ক্যাথরিন দ্য গ্রেট নাকি ক্যামেরন?
একই রকম দেখতে চেহারার মানুষ পৃথিবীতে বহু আছে তবে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতো দেখতে এক নারীর সন্ধান পাওয়া গেছে। তবে তা আধুনিক সময়ের নয়, বরং ১৮শ’ শতকের এক তৈলচিত্রে। বার্লিনের জাদুঘরে রাখা ১৮শ’ শতকে রাশিয়ার রানী ক্যাথরিন দ্য গ্রেটের ছবির সঙ্গে ক্যামেরনের চেহারার রয়েছে অদ্ভুত রকম মিল, যা এরই মধ্যে টুইটারে ঝড় তুলেছে। জানা যায়, সম্প্রতি এক গবেষণার কাজে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এক ছাত্রী সোফি গাড বার্লিন জাদুঘরে রাখা ক্যাথরিন দ্য গ্রেটের ছবির সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের চেহারার অদ্ভুত মিলের বিষয়টি লক্ষ্য করেন। এরপরেই তিনি ক্যাথরিন দ্য গ্রেটের তৈলচিত্রের সঙ্গে ক্যামেরনের ছবি যোগ করে আপলোড করেন টুইটারে।
সোফি গাড এই ছবি আপলোড করার পরই একের পর এক মন্তব্য আসতে থাকে। দেখা গেছে আপলোডের সময় থেকেই অল্প কিছুক্ষণের মধ্যে ছবিটির নিচে দুই হাজারের বেশি মন্তব্য জমা হয়। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন নিয়মিত টুইটার ব্যবহার করলেও এই ছবি তার চোখে পড়েছে কিনা তা জানা যায়নি। বর্তমানে তিনি আফগানিস্তান সফরে আছেন। ক্যাথরিন দ্য গ্রেটের ছবিটির শিল্পী জোহান ব্যাপটিস্ট লামপি। ১৭৯৪ সালে তিনি এই ছবিটি আঁকা শেষ করেন। বর্তমানে এটি বার্লিনের ডাচেস হিস্টিচেস মিউজিয়ামে রয়েছে। উল্লেখ্য, ১৮শ’ শতকে ক্যাথরিন দ্য গ্রেট প্রায় ৩০ বছর রাশিয়া শাসন করেছেন। আর ডেভিড ক্যামেরন তিন বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় আছেন।
No comments