দক্ষিণ সুদানে সংঘর্ষে নিহত ৪০০
দক্ষিণ সুদানে সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে অন্তত ৪০০ জন নিহত ও ৮০০ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট সালভা কির দাবি- তার অনুগত সৈন্যরা দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত প্রতিদ্বন্দ্বী সেনা গ্র“পের অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানান বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
জাতিসংঘের কূটনীতিকরা বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে হাসপাতাল কর্মকর্তারা তাদের জানিয়েছে, সেখানে রোববার থেকে ছড়িয়ে পড়া সেনা সংঘর্ষে ৪শ’ থেকে ৫শ’ লোক নিহত হয়েছে। রোববার প্রেসিডেন্ট সালভা কিরকে ক্ষমতা থেকে উৎখাতে সেনাবাহিনীর একাংশের ব্যর্থ চেষ্টা চালানোর পর তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট সালভা কির অনুগত সৈন্যরা দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত প্রতিদ্বন্দ্বী সৈন্যের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সালভা কির অভিযোগ, প্রতিদ্বন্দ্বী গ্র“পটি সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায়। কিন্তু দেশপ্রেমী সৈন্যরা তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
জাতিসংঘের কূটনীতিকরা বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা থেকে হাসপাতাল কর্মকর্তারা তাদের জানিয়েছে, সেখানে রোববার থেকে ছড়িয়ে পড়া সেনা সংঘর্ষে ৪শ’ থেকে ৫শ’ লোক নিহত হয়েছে। রোববার প্রেসিডেন্ট সালভা কিরকে ক্ষমতা থেকে উৎখাতে সেনাবাহিনীর একাংশের ব্যর্থ চেষ্টা চালানোর পর তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। প্রেসিডেন্ট সালভা কির অনুগত সৈন্যরা দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত প্রতিদ্বন্দ্বী সৈন্যের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। সালভা কির অভিযোগ, প্রতিদ্বন্দ্বী গ্র“পটি সেনা অভ্যুত্থানের চেষ্টা চালায়। কিন্তু দেশপ্রেমী সৈন্যরা তাদের এ চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
No comments