ক্যাঙ্গারু বুনছেন গিলার্ড!
প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের প্রথম
সন্তানের জন্য উল দিয়ে লাল রঙের একটি খেলনা ক্যাঙ্গারু বুনছেন অস্ট্রেলিয়ার
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। ওমেনস উইকলি নামের অস্ট্রেলীয় এক সাময়িকীতে
দেওয়া সাক্ষাৎকারে গিলার্ড এ কথা জানান।
ওমেনস উইকলির আজ
বুধবারের সংখ্যায় গিলার্ডের এ সাক্ষাৎকার প্রকাশিত হবে। গিলার্ড বলেন, 'আমি
কেট মিডলটনের সন্তানের জন্য খেলনা বুনছি। এর মাধ্যমে আমি আসলে শিশুদের
জন্যই কাজ করছি। ছোট ছোট এসব কাজ করার জন্য আমি জীবনে খুব বেশি সময় পাইনি।
ভেবে দেখলাম, কাজটা বেশ আকর্ষণীয় হবে।' তিনি আরো বলেন, 'অস্ট্রেলিয়ায় এখনো
রানির জন্য বিশেষ সম্মান রয়েছে। প্রিন্স উইলিয়াম, কেট এবং তাদের শিশুরও
বিশেষ মর্যাদা রয়েছে। এখানকার মানুষ তাদের জীবন সম্পর্কে জানতে আগ্রহী।'
অস্ট্রেলিয়ার প্রথম নারী সরকারপ্রধান হিসেবে ২০১০ সালের জুনে ক্ষমতায় আসেন
জুলিয়া গিলার্ড। আগামী সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের আগে পার্লামেন্টের
শেষ সপ্তাহ কাটাচ্ছেন তিনি। গিলার্ডের ক্যাঙ্গারু বোনার কথা প্রথম জানা যায়
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তবে সিডনিভিত্তিক দৈনিক ডেইলি টেলিগ্রাফ
গিলার্ডের এ ক্যাঙ্গারু বোনাকে ভোটারদের কাছে ভোট প্রার্থনার শেষ ফোঁড়
হিসেবে অভিহিত করেছে। আশা করা হচ্ছে, আগামী মাসের মাঝামাঝি নাগাদ কেটের
গর্ভে ব্রিটিশ সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী জন্ম নেবে। সূত্র : এএফপি।
No comments