দৈনন্দিন বিজ্ঞান-সর্বপ্রথম ৩ডি ডিজিটাল মস্তিষ্ক!
পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেটা হলো
সর্বপ্রথম তৈরি করা ৩ডি ডিজিটাল মস্তিষ্ক। এটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে
প্রকাশিত হয়েছে। অনেক গবেষণা ও চেষ্টার মাধ্যমে অবশেষে বিজ্ঞানীরা সক্ষম
হলেন ৩ডি ডিজিটাল মস্তিষ্ক তৈরি করতে।
বিজ্ঞানীরা এটার
নাম দিয়েছেন 'বিগ ব্রেইন'। এটি তৈরি করার জন্য বিজ্ঞানীরা ৬৫ বছর বয়সের
একজন মহিলার মস্তিষ্ক সাত হাজার ৪০০ পাতলা স্লাইসে বিভাজন করেছেন, যেগুলোর
প্রতিটি আবার আমাদের মাথার চুলের তুলনায় অর্ধেক। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
করার জন্য বিজ্ঞানীরা এই সাত হাজার ৪০০টি স্লাইস আলাদা করে হাইডিফিনেশন
কম্পিউটার দিয়ে নিরীক্ষণ করেছেন। যেখানে প্রায় ৮০ বিলিয়নের মতো নিউরন
রয়েছে, যেগুলোর গঠনের জন্য সময় লেগেছিল ১০ বছরের মতো। গবেষকদের মধ্যে একজন
হলেন জার্মানির 'জুলিস রিসার্চ সেন্টার'-এর অধ্যাপক ক্যাটরিন অ্যামান্টস।
তাঁর মতে, বিষয়টা আসলে গুগল আর্থের মতো, সব কিছুই আপনি এখানে দেখতে পারবেন,
তবে এ জন্য অবশ্যই পুনরায় ৩ডি কাঠামো নির্মাণ করতে হবে। বিজ্ঞানীরা মনে
করছেন, এই আবিষ্কারের মাধ্যমে মানব সম্প্রদায়ের আচরণ, মানসিক রোগ এবং
সক্রিয়তা নিয়ে গবেষণা আরো বেশি সহজ হয়ে যেতে পারে।
No comments