নিরাপত্তা বাহিনী সংকট-অনিশ্চয়তার মুখে পঞ্চায়েত ভোট
নিরাপত্তা বাহিনী মোতায়েন প্রশ্নে
অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। রাজ্য
নির্বাচন কমিশন ৮০০ কম্পানি নিরাপত্তা সদস্য চাইলেও এখন পর্যন্ত দেড় শ
কম্পানিও নিশ্চিত করতে পারেনি রাজ্য সরকার।
পর্যাপ্ত
নিরাপত্তা বাহিনী ছাড়া স্থানীয় সরকারে গুরুত্বপূর্ণ এই নির্বাচন করা সম্ভব
নয় বলে আদালতের কাছে স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে রাজ্য সরকার অভিযোগ করেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। এখন তারা বাহিনী সংকটের কথা বলে ভোট থেকে সরে আসার চেষ্টা করছে। গত দুদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার ও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলদের মধ্যে যুক্তিতর্ক চলে। কিন্তু কোনো সমাধানে আসতে পারেননি তাঁরা। আজ বুধবার সকাল ১০টার মধ্যে সব পক্ষকে নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেন আদালতের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল বাহিনী সংকট কাটাতে প্রয়োজনে পাঁচ দফায় ভোট নেওয়ার কথা জানান।
অন্যদিকে রাজ্য সরকার অভিযোগ করেছে, কলকাতা হাইকোর্টের নির্দেশে কমিশন ভোটের তারিখ ঘোষণা করে। এখন তারা বাহিনী সংকটের কথা বলে ভোট থেকে সরে আসার চেষ্টা করছে। গত দুদিন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার ও কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেলদের মধ্যে যুক্তিতর্ক চলে। কিন্তু কোনো সমাধানে আসতে পারেননি তাঁরা। আজ বুধবার সকাল ১০টার মধ্যে সব পক্ষকে নিজেদের অবস্থান জানিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেন আদালতের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ কুমার মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ গতকাল বাহিনী সংকট কাটাতে প্রয়োজনে পাঁচ দফায় ভোট নেওয়ার কথা জানান।
No comments