আগামী জাতীয় নির্বাচনে প্রথমপর্যায়ে জাপার ৩২ প্রার্থীর নাম ঘোষণা
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্টির পূর্বঘোষিত সম্ভাব্য প্রার্থীদের মধ্য
থেকে ৩২ প্রার্থীকে জাতীয় পার্টির মনোনীত বলে ঘোষণা করেছেন। তবে এ
তালিকায় রংপুর বিভাগ বাদ রাখা হয়েছে।
গতকাল
পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির
তৃণমূলপর্যায় থেকে প্রাপ্ত তথ্য ও প্রার্থীদের সাংগঠনিক কর্মতৎপরতার আলোকে
প্রথমপর্যায়ে এ ৩২ জনকে মনোনীত বলে ঘোষণা দেন। জাতীয় পার্টির মনোনীত
প্রার্থীরা হলেন : বেগম রওশন এরশাদ এমপি (ময়মনসিংহ-৪), কাজী জাফর আহমদ
(কুমিল্লা-১১), ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি (চট্টগ্রাম-৪), এ বি
এম রুহুল আমিন হাওলাদার এমপি (পটুয়াখালী-১), অধ্যাপক দেলোয়ার হোসেন খান
(ঢাকা-৯), ব্রি. জেনারেল (অব:) কাজী মাহমুদ হাসান (নরসিংদী-৪/গাজীপুর-২),
জিয়াউদ্দিন আহমেদ বাবলু (চট্টগ্রাম-৫), আহসান হাবিব লিংকন (কুষ্টিয়া-২),
আতিকুর রহমান (হবিগঞ্জ-৩), সোলায়মান আলম শেঠ (চট্টগ্রাম-৮), অ্যাডভোকেট
মুজিবুল হক চুন্নু এমপি (কিশোরগঞ্জ-৩), এস এম আব্দুল মান্নান এমপি
(মানিকগঞ্জ-২), অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি (ঢাকা-১), সুনীল শুভরায়
(খুলনা-১), রতœা আমিন হাওলাদার এমপি (বরিশাল-৬), অ্যাডভোকেট মোস্তফা জামান
বেবী (নরসিংদী-১), সৈয়দ দিদার বখ্ত (সাতীরা-১), নবাব আলী আব্বাস এমপি
(মৌলভীবাজার-২), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি (ব্রাহ্মণবাড়িয়া-২),
ডা: শহিদুল ইসলাম (চাঁদপুর-২), খন্দকার আব্দুস সালাম (গাজীপুর-১),
অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-৩), মো: সেলিম উদ্দিন
(সিলেট-৬), অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা (মাগুরা-২), আলহাজ আলাউদ্দিন
(ফেনী-২) ও শফিকুল ইসলাম মধু (খুলনা-৬), শরিফুল ইসলাম সরু চৌধুরী (যশোর-৫),
কাজী আশরাফ সিদ্দিকী (টাঙ্গাইল-৮), সাব্বির আহমেদ (সিলেট-৫), সোমনাথ দে
(বাগেরহাট-৪), শংকর পাল (হবিগঞ্জ-২) ও শাহাব উদ্দিন বাচ্চু (রাজশাহী-৩)।
এসব প্রার্থী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। এ ছাড়া পূর্বঘোষিত অন্য প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করবেন। তারা মনোনীত প্রার্থী পরিচয়ে কোনো প্রচার করতে পারবেন না। এক মাস পর সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসব প্রার্থী পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাতে পারবেন। এ ছাড়া পূর্বঘোষিত অন্য প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করবেন। তারা মনোনীত প্রার্থী পরিচয়ে কোনো প্রচার করতে পারবেন না। এক মাস পর সাংগঠনিক রিপোর্টের ভিত্তিতে পরবর্তী মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
No comments