দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণহত্যার দায়ে নয়জনের যাবজ্জীবন
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইতালিতে গণহত্যার দায়ে গত বুধবার জার্মানির নয়জন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইতালির ভেরোনার একটি আদালত। সে দেশের গণমাধ্যমের এক খবরে এ তথ্য জানানো হয়। ১৯৪৪ সালে ইতালির মোদেনা, আরেজো ও রেগিয়া এমিলিয়া এলাকায় এ গণহত্যা চালানো হয়।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা তখন জার্মানির ‘হারমান গোয়েহরিং’ ডিভিশনে ছিলেন। এ ডিভিশন ইতালির প্রতিরোধ ভাঙার চেষ্টা করেছিল। তখন নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইতালির মোদেনা এলাকায় ১৪০ জন বেসামরিক নাগরিক হত্যায় জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন আদালত। এ ছাড়া তাঁরা ইতালির উত্তরাঞ্চলীয় আরেজো ও রেগিয়া এলাকায় গণহত্যায়ও তাঁরা অংশ নিয়েছিলেন।
পাঁচ বছরের তদন্ত শেষে গত বছরের নভেম্বরে এ মামলার শুনানি শুরু হয়। গত বুধবার ওই নয়জনের অবর্তমানে এ রায় ঘোষণা করা হয়।
গণহত্যার অভিযোগে অভিযুক্ত অপর তিন ব্যক্তি শুনানি চলাকালে মারা যান।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা তখন জার্মানির ‘হারমান গোয়েহরিং’ ডিভিশনে ছিলেন। এ ডিভিশন ইতালির প্রতিরোধ ভাঙার চেষ্টা করেছিল। তখন নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইতালির মোদেনা এলাকায় ১৪০ জন বেসামরিক নাগরিক হত্যায় জড়িত ছিলেন বলে প্রমাণ পেয়েছেন আদালত। এ ছাড়া তাঁরা ইতালির উত্তরাঞ্চলীয় আরেজো ও রেগিয়া এলাকায় গণহত্যায়ও তাঁরা অংশ নিয়েছিলেন।
পাঁচ বছরের তদন্ত শেষে গত বছরের নভেম্বরে এ মামলার শুনানি শুরু হয়। গত বুধবার ওই নয়জনের অবর্তমানে এ রায় ঘোষণা করা হয়।
গণহত্যার অভিযোগে অভিযুক্ত অপর তিন ব্যক্তি শুনানি চলাকালে মারা যান।
No comments