হরতালের দ্বিতীয় দিনেও পুঁজিবাজার ঊর্ধ্বমুখী
বিএনপি ও জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও দেশের পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী ভাব অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন দুই-ই বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গতকাল লেনদেন শুরুর আগেই ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৬টি হাউস লগইন করায় নির্ধারিত ১১টায় লেনদেন শুরু হয়।
ডিএসইতে গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩১১ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়ায়। এদিন হাতবদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এক হাজার ৩৪৮ কোটি টাকার বেশি লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৯০ কোটি টাকা বেশি।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, বেক্সটেক্স, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন ও আফতাব অটো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭২২ দশমিক ৬৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এদিন ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গতকাল লেনদেন শুরুর আগেই ২১৭টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২১৬টি হাউস লগইন করায় নির্ধারিত ১১টায় লেনদেন শুরু হয়।
ডিএসইতে গতকাল সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। এদিন ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩১১ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়ায়। এদিন হাতবদল হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৯২টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এক হাজার ৩৪৮ কোটি টাকার বেশি লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৯০ কোটি টাকা বেশি।
ডিএসইতে এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, বেক্সটেক্স, ইউসিবিএল, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন ও আফতাব অটো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২৫৫ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৭২২ দশমিক ৬৯ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে এদিন ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
No comments