ভারতে বাস-ট্রেন সংঘর্ষে ৩৮ জনের প্রাণহানি
ভারতের উত্তর প্রদেশে গত বুধবার রাতে একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে অতিথিরা বাসে করে ফেরার সময় ওই দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌর ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কাশীরামনগর জেলার থানাগাঁও গ্রামের কাছে বাসটি রেলক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন। এ সময় রেলক্রসিংয়ে কোনো কর্মী ছিলেন না। এ ছাড়া ক্রসিংয়ের গেটও ছিল খোলা। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহত ব্যক্তিদের কাশীরামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেলভা কুমারি বলেন, ‘বাসটির পেছনের অংশে মথুরা-ছাপড়া এক্সপ্রেস ট্রেনটি আঘাত করে। ধারণা করা হচ্ছে, বাসের চালক মাতাল অবস্থায় ছিলেন।’
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় ওই বাসটির বেশির ভাগ যাত্রীই ছিলেন বরপক্ষের। বাসের পেছনেই একটি জিপগাড়িতে ছিলেন বর ও কনে।
কর্মকর্তারা জানান, উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌর ৩০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে কাশীরামনগর জেলার থানাগাঁও গ্রামের কাছে বাসটি রেলক্রসিং পার হওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন। এ সময় রেলক্রসিংয়ে কোনো কর্মী ছিলেন না। এ ছাড়া ক্রসিংয়ের গেটও ছিল খোলা। নিহত ব্যক্তিদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহত ব্যক্তিদের কাশীরামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেলভা কুমারি বলেন, ‘বাসটির পেছনের অংশে মথুরা-ছাপড়া এক্সপ্রেস ট্রেনটি আঘাত করে। ধারণা করা হচ্ছে, বাসের চালক মাতাল অবস্থায় ছিলেন।’
বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার সময় ওই বাসটির বেশির ভাগ যাত্রীই ছিলেন বরপক্ষের। বাসের পেছনেই একটি জিপগাড়িতে ছিলেন বর ও কনে।
No comments