শেষ হচ্ছে নাসার আটলান্টিসের অভিযান
মহাকাশযান ‘আটলান্টিস’ মহাশূন্যে পাঠানোর মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ৩০ বছরের মহাকাশযান অভিযান কর্মসূচি।
আজ স্থানীয় সময় বেলা ১১টা ২৬ মিনিটে মহাশূন্যে শেষবারের মতো যাত্রা করবে আটলান্টিস। তার পরই আপাতত ইতি ঘটবে মহাশূন্যে নাসার নভোযান অভিযানের। তবে আবহাওয়াবিদেরা ওই দিনের আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কিত।
ফ্লোরিডার কেন্দ্রস্থলে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে ঠিক নভোযান উৎক্ষেপণের সময়টিতে ঝড় হয়ে এর যাত্রা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে মহাকাশযান কর্মসূচির উদ্বোধন করেন। এর প্রায় নয় বছর পর মহাকাশে নভোযান পাঠায় নাসা।
কলাম্বিয়া, চ্যালেঞ্জার, এন্ডেভার, ডিসকভারি ও আটলান্টিস নামের পাঁচটি নভোযান ৩০ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারী ও সাজসরঞ্জাম আনা-নেওয়া করছে। আজকের পর আপাতত নাসার আর কোনো নভোযান মহাকাশে যাবে না।
আজ স্থানীয় সময় বেলা ১১টা ২৬ মিনিটে মহাশূন্যে শেষবারের মতো যাত্রা করবে আটলান্টিস। তার পরই আপাতত ইতি ঘটবে মহাশূন্যে নাসার নভোযান অভিযানের। তবে আবহাওয়াবিদেরা ওই দিনের আবহাওয়ার পূর্বাভাসে শঙ্কিত।
ফ্লোরিডার কেন্দ্রস্থলে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়ে ঠিক নভোযান উৎক্ষেপণের সময়টিতে ঝড় হয়ে এর যাত্রা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে মহাকাশযান কর্মসূচির উদ্বোধন করেন। এর প্রায় নয় বছর পর মহাকাশে নভোযান পাঠায় নাসা।
কলাম্বিয়া, চ্যালেঞ্জার, এন্ডেভার, ডিসকভারি ও আটলান্টিস নামের পাঁচটি নভোযান ৩০ বছর ধরে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে নভোচারী ও সাজসরঞ্জাম আনা-নেওয়া করছে। আজকের পর আপাতত নাসার আর কোনো নভোযান মহাকাশে যাবে না।
No comments