বাগদাদে ক্লোরিনের বিষক্রিয়ায় ৮০০ লোক হাসপাতালে
ইরাকের বাগদাদের কাসরা-ওয়া-আতাশ জেলায় গত মঙ্গলবার রাতে পানি বিশুদ্ধকরণের একটি কারখানায় ছিদ্র হয়ে ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়ে। এর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে অন্তত ৮০০ লোক।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক হাসান হাদি বলেন, ধারণা করা হচ্ছে ক্লোরিনের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রায় ৮০০ লোক পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কিন্তু বেশির ভাগ লোককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়নি। তিনি জানান, অসুস্থ ব্যক্তিদের বেশির ভাগই দরিদ্র ও জনবহুল শিয়া অধ্যুষিত সদর সিটির বাসিন্দা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে ছিদ্র হয়ে ক্লোরিন গ্যাস বের হওয়ার ঘটনা ঘটে। কারিগরি দুর্ঘটনায় এটি হয়েছে, নাশকতায় নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ক্লোরিন ছড়িয়ে পড়ার পর লোকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চোখ জ্বলছিল। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক হাসান হাদি বলেন, ধারণা করা হচ্ছে ক্লোরিনের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে প্রায় ৮০০ লোক পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কিন্তু বেশির ভাগ লোককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ গুরুতর অসুস্থ হয়নি। তিনি জানান, অসুস্থ ব্যক্তিদের বেশির ভাগই দরিদ্র ও জনবহুল শিয়া অধ্যুষিত সদর সিটির বাসিন্দা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার রাত আটটার দিকে ছিদ্র হয়ে ক্লোরিন গ্যাস বের হওয়ার ঘটনা ঘটে। কারিগরি দুর্ঘটনায় এটি হয়েছে, নাশকতায় নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, ক্লোরিন ছড়িয়ে পড়ার পর লোকজনের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চোখ জ্বলছিল। এতে তারা আতঙ্কিত হয়ে পড়ে।
No comments