শুধু মেসিকে নিয়ে ভাবছে না উরুগুয়ে
কোপা আমেরিকার প্রথম দুই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে না পারলেও কোস্টারিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছন্দে ফেরার আভাসটা ভালোমতোই দিয়েছেন লিওনেল মেসি। এখন শেষ আটের লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে তাঁর জাদুকরি ফুটবল দেখার অপেক্ষায় প্রহর গুনছে আর্জেন্টাইন সমর্থকেরা। উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ অবশ্য শুধুই মেসিকে নিয়ে আলাদাভাবে ভাবতে চাচ্ছেন না। স্বাগতিক আর্জেন্টিনার বিপক্ষে জয়ের জন্য তাঁর শিষ্যরা নিজেদের খেলার দিকেই বেশি নজর দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে তাবারেজ বলেছেন, ‘আপনার কাছে যদি কোনো সমস্যার সমাধান না থাকে, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করে তো লাভ নেই। মেসি আমাদের জন্য অনেক সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আর শুধুই ওই ব্যাপার নিয়ে ভেবে আমরা সেটা এড়াতেও পারব না। কিন্তু আমরা ওইটা বাদেও আরও অনেক কিছু করতে পারি। আমরা আমাদের নিজেদের খেলাটা ভালোমতো খেলার চেষ্টা করব। আমরা মনে করি যে মাঠে খুব শক্ত প্রতিপক্ষ হিসেবে হাজির হতে পারব; আর ম্যাচটা জেতার মতো সামর্থ্যও আমাদের আছে।
গতকাল বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে তাবারেজ বলেছেন, ‘আপনার কাছে যদি কোনো সমস্যার সমাধান না থাকে, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তা করে তো লাভ নেই। মেসি আমাদের জন্য অনেক সমস্যা হিসেবে দেখা দিতে পারে। আর শুধুই ওই ব্যাপার নিয়ে ভেবে আমরা সেটা এড়াতেও পারব না। কিন্তু আমরা ওইটা বাদেও আরও অনেক কিছু করতে পারি। আমরা আমাদের নিজেদের খেলাটা ভালোমতো খেলার চেষ্টা করব। আমরা মনে করি যে মাঠে খুব শক্ত প্রতিপক্ষ হিসেবে হাজির হতে পারব; আর ম্যাচটা জেতার মতো সামর্থ্যও আমাদের আছে।
No comments