লাদেনকে কারা সহায়তা দিয়েছে, খুঁজে বের করুন
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন কী ধরনের সহায়তা নেটওয়ার্কের মদদে পাকিস্তানে লুকিয়ে থাকতে পেরেছিলেন, তা তদন্ত করে দেখার জন্য সে দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। গতকাল সাক্ষাৎকারটি প্রচারিত হয়।
ওবামা বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানের ভেতরে বিন লাদেনের একটা সহায়ক গ্রুপ ছিল। কিন্তু আমরা জানি না তারা কারা, সরকারের ভেতরের, না বাইরের লোক। পাকিস্তানকেই তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, সে দেশের (পাকিস্তান) কেউ না কেউ তাঁকে অবশ্যই সহায়তা করেছে। তিনি বলেন, সহায়তাকারীদের মধ্যে পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা রয়েছেন কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের তদন্ত করে দেখতে হবে। আর পাকিস্তান সরকারের তা তদন্ত করে দেখাটা আরও জরুরি।’
সাক্ষাৎকারে ওবামাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি মনে করেন পাকিস্তান সরকার কিংবা গোয়েন্দা সংস্থাগুলো জানত বিন লাদেন সেখানে বাস করছেন?’ ওবামা বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানে ওসামার কোনো না কোনো ধরনের সহায়ক নেটওয়ার্ক ছিল। কিন্তু কে বা কারা তাঁকে সহায়তা করেছে, তা আমরা জানি না।’ তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে এ ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছি। আর তারাও বিষয়টি খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছে।’
ওবামা বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানের ভেতরে বিন লাদেনের একটা সহায়ক গ্রুপ ছিল। কিন্তু আমরা জানি না তারা কারা, সরকারের ভেতরের, না বাইরের লোক। পাকিস্তানকেই তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, সে দেশের (পাকিস্তান) কেউ না কেউ তাঁকে অবশ্যই সহায়তা করেছে। তিনি বলেন, সহায়তাকারীদের মধ্যে পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা রয়েছেন কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি বলেন, ‘এ বিষয়টি আমাদের তদন্ত করে দেখতে হবে। আর পাকিস্তান সরকারের তা তদন্ত করে দেখাটা আরও জরুরি।’
সাক্ষাৎকারে ওবামাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি মনে করেন পাকিস্তান সরকার কিংবা গোয়েন্দা সংস্থাগুলো জানত বিন লাদেন সেখানে বাস করছেন?’ ওবামা বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানে ওসামার কোনো না কোনো ধরনের সহায়ক নেটওয়ার্ক ছিল। কিন্তু কে বা কারা তাঁকে সহায়তা করেছে, তা আমরা জানি না।’ তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে এ ব্যাপারে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছি। আর তারাও বিষয়টি খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছে।’
No comments