ওসামা নিহত হওয়ার খবর শুনেই মারা গেলেন তাঁর শাশুড়ি
মার্কিন অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার খবর শুনে তাঁর এক শাশুড়ি মারা গেছেন। আরবি ভাষায় প্রকাশিত লন্ডনভিত্তিক সংবাদপত্র আশারক আল আসাত গতকাল রোববার এই খবর প্রকাশ করে।
ওসামার প্রথম স্ত্রী নাজয়ার মা নাবিহ আল ঘানিম সিরিয়ার উত্তরাঞ্চলে লাটাকিয়ায় বাস করতেন।
খবরে বলা হয়, ওসামার শাশুড়ি ৭০ বছর বয়সী ঘানিম তাঁর জামাতা নিহত হওয়ার খবর শুনেই মূর্ছা যান। লাটাকিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবরে আরও বলা হয়, ওসামার স্ত্রী নাজয়া নাইন-ইলেভেনের কিছুদিন আগে আফগানিস্তান ছেড়ে সিরিয়ায় যান। বর্তমানে তিনি সিরিয়াতেই অবস্থান করছেন।
ওসামা-নাজয়া দম্পতির ১১টি সন্তান রয়েছে। ১৭ বছর বয়সে ওসামা তাঁর জ্ঞাতি বোন নাজয়াকে বিয়ে করেন।
ওসামার প্রথম স্ত্রী নাজয়ার মা নাবিহ আল ঘানিম সিরিয়ার উত্তরাঞ্চলে লাটাকিয়ায় বাস করতেন।
খবরে বলা হয়, ওসামার শাশুড়ি ৭০ বছর বয়সী ঘানিম তাঁর জামাতা নিহত হওয়ার খবর শুনেই মূর্ছা যান। লাটাকিয়াকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
খবরে আরও বলা হয়, ওসামার স্ত্রী নাজয়া নাইন-ইলেভেনের কিছুদিন আগে আফগানিস্তান ছেড়ে সিরিয়ায় যান। বর্তমানে তিনি সিরিয়াতেই অবস্থান করছেন।
ওসামা-নাজয়া দম্পতির ১১টি সন্তান রয়েছে। ১৭ বছর বয়সে ওসামা তাঁর জ্ঞাতি বোন নাজয়াকে বিয়ে করেন।
No comments