টেস্ট দলে জায়গা চান যুবরাজ
অনেক দিন থেকেই ভারতের টেস্ট দলে জায়গা পাচ্ছেন না যুবরাজ সিং। বাজে ফর্মের কারণে মাঝে কিছুদিন বাদ পড়েছিলেন ওয়ানডে দল থেকেও। কিন্তু বিশ্বকাপে নজরকাড়া অলরাউন্ড পারফরমেন্স দিয়ে নিজের যোগ্যতা আবারও বেশ ভালো মতোই প্রমাণ করেছেন এ ভারতীয় অলরাউন্ডার। এবার ভারতের টেস্ট দলেও নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চাচ্ছেন তিনি। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরেই টেস্ট দলে ঢোকার ইচ্ছা পোষণ করেছেন যুবরাজ।
গতকাল এক সাক্ষাত্কারে যুবরাজ বলেছেন, ‘আমি টেস্ট দলে পাকাপোক্ত জায়গা করে নিতে চাই। সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরমেন্সের পর আমার এ ইচ্ছাটা অনেক বেড়ে গেছে।’
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক ধোনি, টেন্ডুলকারের সঙ্গে দলের মূল পেসার জহির খানকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আশিস নেহরাও থাকবেন না ইনজুরির কারণে। দলের প্রধান দুই পেসার অনুপস্থিতিতে ভারতের তরুণ পেসাররা নিজেদের যোগ্যতা প্রমাণের একটা ভালো সুযোগ পাবে বলে মনে করছেন যুবরাজ। তিনি বলেছেন, ‘জহির খান ও আশিস নেহরার অনুপস্থিতিতে দলের পেস আক্রমণে কিছুটা অনভিজ্ঞতা থাকবে, কিন্তু এটা তরুণ বোলারদের জন্য একটা ভালো সুযোগ। আমাদের উচিত তাদেরকে সাহস জাগানো। আমি নিশ্চিত, তারা এখানে নিজেদের সেরা পারফরমেন্সটাই দিতে চাইবে।’
ধোনির অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর। উদ্বোধনী এই ব্যাটসম্যানের ওপরও পূর্ণ আস্থা রাখছেন যুবরাজ। বলেছেন, ‘গম্ভীর ইতিমধ্যেই নিজেকে এ কাজের যোগ্য বলে প্রমাণ করেছে। তাঁর নেতৃত্বে আমরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলাম।’
গতকাল এক সাক্ষাত্কারে যুবরাজ বলেছেন, ‘আমি টেস্ট দলে পাকাপোক্ত জায়গা করে নিতে চাই। সীমিত ওভারের ক্রিকেটে ভালো পারফরমেন্সের পর আমার এ ইচ্ছাটা অনেক বেড়ে গেছে।’
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক ধোনি, টেন্ডুলকারের সঙ্গে দলের মূল পেসার জহির খানকেও বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আশিস নেহরাও থাকবেন না ইনজুরির কারণে। দলের প্রধান দুই পেসার অনুপস্থিতিতে ভারতের তরুণ পেসাররা নিজেদের যোগ্যতা প্রমাণের একটা ভালো সুযোগ পাবে বলে মনে করছেন যুবরাজ। তিনি বলেছেন, ‘জহির খান ও আশিস নেহরার অনুপস্থিতিতে দলের পেস আক্রমণে কিছুটা অনভিজ্ঞতা থাকবে, কিন্তু এটা তরুণ বোলারদের জন্য একটা ভালো সুযোগ। আমাদের উচিত তাদেরকে সাহস জাগানো। আমি নিশ্চিত, তারা এখানে নিজেদের সেরা পারফরমেন্সটাই দিতে চাইবে।’
ধোনির অনুপস্থিতিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর। উদ্বোধনী এই ব্যাটসম্যানের ওপরও পূর্ণ আস্থা রাখছেন যুবরাজ। বলেছেন, ‘গম্ভীর ইতিমধ্যেই নিজেকে এ কাজের যোগ্য বলে প্রমাণ করেছে। তাঁর নেতৃত্বে আমরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিলাম।’
No comments