ইতালিতে স্থানীয় নির্বাচন কাল
ইতালিতে আগামী রবি ও সোমবার স্থানীয় নির্বাচনে ভোট নেওয়া হবে। এ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছেন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। যৌন কেলেঙ্কারিসহ নানা কারণে হারানো জনপ্রিয়তা ফিরে পাওয়ার চেষ্টা করছেন তিনি।
আগামী রবি ও সোমবার এক হাজার ৩১০টি স্থানীয় প্রশাসনের (কমিউন অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচনে ভোট নেওয়া হবে। এ সংখ্যা মোট আসনের ১৬ শতাংশ।
বিশ্লষকেরা বলছেন, মিলান, লেতিজিয়া মোরাত্তিসহ প্রধান প্রধান শহরে বেরলুসকোনির মধ্য ডানপন্থী জোটের পরাজয় হতে পারে।
অপ্রাপ্ত বয়স্ক এক যৌনকর্মীর সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনায় বেরলুসকোনির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে।
আগামী রবি ও সোমবার এক হাজার ৩১০টি স্থানীয় প্রশাসনের (কমিউন অ্যাডমিনিস্ট্রেশন) নির্বাচনে ভোট নেওয়া হবে। এ সংখ্যা মোট আসনের ১৬ শতাংশ।
বিশ্লষকেরা বলছেন, মিলান, লেতিজিয়া মোরাত্তিসহ প্রধান প্রধান শহরে বেরলুসকোনির মধ্য ডানপন্থী জোটের পরাজয় হতে পারে।
অপ্রাপ্ত বয়স্ক এক যৌনকর্মীর সঙ্গে যৌন কেলেঙ্কারির ঘটনায় বেরলুসকোনির জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে।
No comments