গেইল ঝড় চলছেই, কলকাতার হার
গেইল ঝড় যেন থামছেই না। আর এই ঝড়ের কবলে পড়ে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৪ উইকেটে হার মানতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।
১১ ওভার খেলা চলার পর ম্যাচে বৃষ্টির হানা। কলকাতার সংগ্রহ তখন ৩ উইকেটে ৬৯ রান। বৃষ্টি থামার পর ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। ২৪ বলে পাঠানের ৩৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৯ রান।
‘বৃষ্টি আইন’ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বেঙ্গালুরুর লক্ষ্য নির্ধারিত হয় ১০২ রান। লক্ষ্যটা সহজ ছিল না মোটেই। কিন্তু শুরুতেই ব্যাটে ঝড় তুলে জয়ের সুবাস এনে দেন ক্রিস গেইল। ১২ বলে ৩৮ রান—৬ চার, ২ ছয়! গেইল ঝড় থামার পর কেবল হাল ধরে রাখেন ব্যাটসম্যানরা। তিন বল বাকি থাকতেই নিশ্চিত হয় বেঙ্গালুরুর জয়, সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১০৫ রান।
১১ ওভার খেলা চলার পর ম্যাচে বৃষ্টির হানা। কলকাতার সংগ্রহ তখন ৩ উইকেটে ৬৯ রান। বৃষ্টি থামার পর ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১৩ ওভারে। ২৪ বলে পাঠানের ৩৬ রানের ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত কলকাতার সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৯ রান।
‘বৃষ্টি আইন’ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বেঙ্গালুরুর লক্ষ্য নির্ধারিত হয় ১০২ রান। লক্ষ্যটা সহজ ছিল না মোটেই। কিন্তু শুরুতেই ব্যাটে ঝড় তুলে জয়ের সুবাস এনে দেন ক্রিস গেইল। ১২ বলে ৩৮ রান—৬ চার, ২ ছয়! গেইল ঝড় থামার পর কেবল হাল ধরে রাখেন ব্যাটসম্যানরা। তিন বল বাকি থাকতেই নিশ্চিত হয় বেঙ্গালুরুর জয়, সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১০৫ রান।
No comments