তালেবানের সঙ্গে আলোচনায় সমর্থন
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে দেশে শান্তি ফিরিয়ে আনতে আফগান সরকারের উদ্যোগে সমর্থন জানিয়েছেন। গতকাল শুক্রবার আফগান পার্লামেন্টে দেওয়া মূল ভাষণে তিনি এ সমর্থন দেন।
মনমোহন বলেন, ‘আফগানিস্তান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে, আমরা তার সাফল্য কামনা করি।’ তিনি আরও বলেন, আফগান আইনপ্রণেতাদের উচিত বাইরের শক্তিগুলোর প্রভাবমুক্ত থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপের প্রতি ভারতের পূর্ণ শ্রদ্ধা থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
তালেবানের সঙ্গে কারজাই সরকারের শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিল দিল্লি। তাদের আশঙ্কা ছিল, এতে হয়তো দেশটির সরকারব্যবস্থায় তালেবান প্রভাব প্রকট হয়ে উঠবে।
আফগানিস্তানে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর ভারত দেশটির অন্যতম প্রধান সাহায্যদাতা দেশ হয়ে ওঠে। কাবুলে দুই দিনের সফরে গিয়ে গত বৃহস্পতিবার মনমোহন দেশটির জন্য নতুন করে ৫০ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন।
মনমোহন বলেন, ‘আফগানিস্তান জাতীয় ঐক্য প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে, আমরা তার সাফল্য কামনা করি।’ তিনি আরও বলেন, আফগান আইনপ্রণেতাদের উচিত বাইরের শক্তিগুলোর প্রভাবমুক্ত থেকে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সঠিক সিদ্ধান্ত নেওয়া। আর এ লক্ষ্যে গৃহীত পদক্ষেপের প্রতি ভারতের পূর্ণ শ্রদ্ধা থাকবে বলে তিনি জানান। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।’
তালেবানের সঙ্গে কারজাই সরকারের শান্তি আলোচনার উদ্যোগ নিয়ে এর আগে উদ্বেগ প্রকাশ করেছিল দিল্লি। তাদের আশঙ্কা ছিল, এতে হয়তো দেশটির সরকারব্যবস্থায় তালেবান প্রভাব প্রকট হয়ে উঠবে।
আফগানিস্তানে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর ভারত দেশটির অন্যতম প্রধান সাহায্যদাতা দেশ হয়ে ওঠে। কাবুলে দুই দিনের সফরে গিয়ে গত বৃহস্পতিবার মনমোহন দেশটির জন্য নতুন করে ৫০ কোটি ডলারের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন।
No comments