ছুটি নিলেন সাফিনা
টেনিস থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিলেন দিনারা সাফিনা। গত বছর তাঁর মেরুদণ্ডে চিড় ধরা পড়ে। কিন্তু পিঠের ব্যথায় ভুগছেন আরও আগে থেকেই। ওই পিঠের ব্যথাকে চিরতরে ‘বিদায়’ দেওয়ার জন্যই টেনিস থেকে তাঁর সাময়িক সরে থাকার সিদ্ধান্ত। মহিলা টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় রাশিয়ান পত্রিকা স্পোর্ট এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এ কথা।
তবে পিঠের ব্যথা থেকে সেরে উঠলেই টেনিসে ফিরবেন নিশ্চিত করেছেন সাফিনা, ‘আমার টেনিসে ফেরাটা ৯৯ শতাংশ নিশ্চিত, কিন্তু আমি সুস্বাস্থ্য নিয়েই ফিরতে চাই। সেরে ওঠার জন্য যথেষ্ট সময় নিতে চাই, যাতে ক্যারিয়ারের শেষে পিঠ নিয়ে আর কখনো ভাবতে না হয়।’
২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাফিনা। আগের দিনই সরে দাঁড়িয়েছেন আরেক সাবেক এক নম্বর সেরেনা উইলিয়ামস। ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার পায়ের সমস্যা এখনো পুরোপুরি সারেনি। সংশয় আছে ভেনাস উইলিয়ামসের খেলা নিয়েও। এঁদের হারিয়ে কিছুটা রং হারানো ফ্রেঞ্চ ওপেন পাচ্ছে না পুরুষ তারকা আর্জেন্টাইন ডেভিড নালবানডিয়ানকেও।
তবে পিঠের ব্যথা থেকে সেরে উঠলেই টেনিসে ফিরবেন নিশ্চিত করেছেন সাফিনা, ‘আমার টেনিসে ফেরাটা ৯৯ শতাংশ নিশ্চিত, কিন্তু আমি সুস্বাস্থ্য নিয়েই ফিরতে চাই। সেরে ওঠার জন্য যথেষ্ট সময় নিতে চাই, যাতে ক্যারিয়ারের শেষে পিঠ নিয়ে আর কখনো ভাবতে না হয়।’
২২ মে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাফিনা। আগের দিনই সরে দাঁড়িয়েছেন আরেক সাবেক এক নম্বর সেরেনা উইলিয়ামস। ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী সেরেনার পায়ের সমস্যা এখনো পুরোপুরি সারেনি। সংশয় আছে ভেনাস উইলিয়ামসের খেলা নিয়েও। এঁদের হারিয়ে কিছুটা রং হারানো ফ্রেঞ্চ ওপেন পাচ্ছে না পুরুষ তারকা আর্জেন্টাইন ডেভিড নালবানডিয়ানকেও।
No comments