সংসদীয় কমিটিতে সাক্ষ্য দিলেন রতন টাটা
ভারতে টেলিকম দুর্নীতি মামলা তদন্তে গঠিত সংসদীয় কমিটিতে গতকাল সোমবার সাক্ষ্য দিয়েছেন সে দেশের অন্যতম ধনকুবের শিল্পপতি রতন টাটা। এ ছাড়া আজ মঙ্গলবার আরেক শিল্পপতি অনিল আম্বানির একই কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার কথা আছে।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স দেওয়া নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগে গত বছর পদত্যাগ করেছেন টেলিকমমন্ত্রী এ রাজা। তদন্ত শেষে গত শনিবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে এ রাজাকে অভিযুক্ত করে বলা হয়েছে, তাঁর আমলে ২০০৭-০৮ সালে দেশে ১২২টি নতুন ফোনের লাইসেন্স দেওয়া হয়। এতে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের দুর্নীতি হয়েছে।
সরকারি শীর্ষ এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে মৌখিকভাবে সাক্ষ্য দিয়েছেন টাটা গ্রুপের প্রধান রতন টাটা। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, টাটা গ্রুপের প্রতিষ্ঠান টাটা টেলি সার্ভিস ওই দুর্নীতির কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান।
টাটার সাবেক গণমাধ্যম পরামর্শক ও ভারতের প্রভাবশালী তদবিরকারী নিরা রাডিয়াও গতকাল এই কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের লাইসেন্স দেওয়া নিয়ে বড় ধরনের দুর্নীতির অভিযোগে গত বছর পদত্যাগ করেছেন টেলিকমমন্ত্রী এ রাজা। তদন্ত শেষে গত শনিবার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এতে এ রাজাকে অভিযুক্ত করে বলা হয়েছে, তাঁর আমলে ২০০৭-০৮ সালে দেশে ১২২টি নতুন ফোনের লাইসেন্স দেওয়া হয়। এতে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের দুর্নীতি হয়েছে।
সরকারি শীর্ষ এক কর্মকর্তা জানান, পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে মৌখিকভাবে সাক্ষ্য দিয়েছেন টাটা গ্রুপের প্রধান রতন টাটা। পুলিশের অভিযোগপত্র অনুযায়ী, টাটা গ্রুপের প্রতিষ্ঠান টাটা টেলি সার্ভিস ওই দুর্নীতির কারণে অন্যতম ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান।
টাটার সাবেক গণমাধ্যম পরামর্শক ও ভারতের প্রভাবশালী তদবিরকারী নিরা রাডিয়াও গতকাল এই কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন।
No comments