কাজাখস্তানে নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন নাজারবায়েভ
কাজাখস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে নূরসুলতান নাজারবায়েভ (৭০) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ৯৫ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন গতকাল সোমবার এ কথা জানিয়েছে। গত রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে নাজারবায়েভ বলেন, জাতীয় সংস্কারের প্রশ্নে নিরঙ্কুশ ক্ষমতা এখন তাঁর হাতে।
এদিকে, নাজারবায়েভের বিরোধীরা বলেছেন, তাঁরা নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি। তবে সমালোচকেরা বলছেন, বিরোধীপক্ষ দুর্বল ছিল।
কোনো চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়াই নাজারবায়েভ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্য এশিয়ার তেল উৎপাদনকারী দেশটির জনসংখ্যা এক কোটি ৬৪ লাখ।
গতকাল নিজের দল নূর ওতানের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে দেশবাসীর উদ্দেশে এক বক্তৃতা দেন নাজারবায়েভ। তিনি বলেন, ‘আপনারা আমাকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে নিরঙ্কুশ অধিকার দিয়েছেন।’
দ্য অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে দেশজুড়ে তিন শতাধিক পর্যবেক্ষক নিয়োগ করেছিল।
বিজয়ী হওয়ার পর সমর্থকদের উদ্দেশে নাজারবায়েভ বলেন, জাতীয় সংস্কারের প্রশ্নে নিরঙ্কুশ ক্ষমতা এখন তাঁর হাতে।
এদিকে, নাজারবায়েভের বিরোধীরা বলেছেন, তাঁরা নির্বাচনের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি। তবে সমালোচকেরা বলছেন, বিরোধীপক্ষ দুর্বল ছিল।
কোনো চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়াই নাজারবায়েভ আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। মধ্য এশিয়ার তেল উৎপাদনকারী দেশটির জনসংখ্যা এক কোটি ৬৪ লাখ।
গতকাল নিজের দল নূর ওতানের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গিয়ে দেশবাসীর উদ্দেশে এক বক্তৃতা দেন নাজারবায়েভ। তিনি বলেন, ‘আপনারা আমাকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখতে নিরঙ্কুশ অধিকার দিয়েছেন।’
দ্য অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) নির্বাচন স্বচ্ছ হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে দেশজুড়ে তিন শতাধিক পর্যবেক্ষক নিয়োগ করেছিল।
No comments