আবিদজান অভিযান চূড়ান্ত পর্বে
আইভরি কোস্টের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসেন ওয়াতারা ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট লরা বাগবোর বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করতে যাচ্ছেন। ওয়াতারার প্রধানমন্ত্রী গুইলায়মি সোরো গতকাল সোমবার এক টেলিভিশন ভাষণে এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, বাগবোকে পরাজিত করতে প্রধান শহর আবিদজান দখলের লড়াই এখনই চূড়ান্ত পর্বে রয়েছে। বাগবোর অনুগত সেনারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তাদের পরাজয় আসন্ন।
এদিকে, সে দেশের দুয়েকোয়ে শহরে গত মঙ্গলবারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব ইভান সিমোনেভিক দেশটি সফর করছেন।
প্রেসিডেন্ট ওয়াতারানিয়ন্ত্রিত টিসিআই টেলিভিশনে সম্প্রচার করা ওই ভাষণে গুইলায়মি বলেন, ‘আমাদের সেনারা আবিদজান শহর চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এ ছাড়া কিছুসংখ্যক সেনাকে শহরের কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে। আমাদের সেনাদের তুমুল আক্রমণের মুখে বাগবোর অনুগত সেনারা এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এখনই বাগবোর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ হানার সময় এসেছে।
এদিকে, সে দেশের দুয়েকোয়ে শহরে গত মঙ্গলবারের গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব ইভান সিমোনেভিক দেশটি সফর করছেন।
প্রেসিডেন্ট ওয়াতারানিয়ন্ত্রিত টিসিআই টেলিভিশনে সম্প্রচার করা ওই ভাষণে গুইলায়মি বলেন, ‘আমাদের সেনারা আবিদজান শহর চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। এ ছাড়া কিছুসংখ্যক সেনাকে শহরের কেন্দ্রস্থলে পাঠানো হয়েছে। আমাদের সেনাদের তুমুল আক্রমণের মুখে বাগবোর অনুগত সেনারা এখন দিশেহারা হয়ে পড়েছে। তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এখনই বাগবোর বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ হানার সময় এসেছে।
No comments