আসামে প্রথম পর্বে শান্তিপূর্ণ ভোট
ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে গতকাল সোমবার আসামে ৬২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়েছে। ওই রাজ্যের ১২৬টি আসনের মধ্যে বাকি ৬৪টি আসনের ভোট নেওয়া হবে ১১ এপ্রিল।
অন্য চারটি রাজ্যের মধ্যে ১৩ এপ্রিল তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গে ছয় পর্বের ভোট শুরু হবে ১৮ এপ্রিল। এরপর ২৩ ও ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে ভোট নেওয়া হবে।
গতকাল আসামের ১৩টি জেলার ৬২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। ৮৫ লাখ নয় হাজার ১০ জন ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোট দিয়েছে। নির্বাচনে ৪৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রয়েছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দত্ত, আসাম ঋণ পরিষদের সভাপতি বৃন্দাবন গোস্বামী, রাজ্য বিধানসভার স্পিকার টি বি রাই প্রমুখ। নির্বাচনে কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
অন্য চারটি রাজ্যের মধ্যে ১৩ এপ্রিল তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গে ছয় পর্বের ভোট শুরু হবে ১৮ এপ্রিল। এরপর ২৩ ও ২৭ এপ্রিল এবং ৩, ৭ ও ১০ মে ভোট নেওয়া হবে।
গতকাল আসামের ১৩টি জেলার ৬২টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়। ৮৫ লাখ নয় হাজার ১০ জন ভোটারের মধ্যে ৭০ শতাংশ ভোট দিয়েছে। নির্বাচনে ৪৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে রয়েছেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিত দত্ত, আসাম ঋণ পরিষদের সভাপতি বৃন্দাবন গোস্বামী, রাজ্য বিধানসভার স্পিকার টি বি রাই প্রমুখ। নির্বাচনে কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
No comments