‘আমাদের ছেলে, প্রিয় ওবামার প্রতি’
বিদ্রোহীদের ওপর হামলার পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চিঠি লিখেছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। চিঠিতে তিনি ‘প্রিয় ওবামা, আমাদের ছেলে’ বলে ওবামাকে সম্বোধন করেছেন।
এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও চিঠি লিখেছেন গাদ্দাফি। চিঠিতে তিনি লিবিয়ায় হামলার অনুমতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে অসিদ্ধ এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে লিবিয়ায় হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে গাদ্দাফি বলেছেন, এ জন্য তাঁদের অনুতাপ করতে হবে।
গাদ্দাফি লিখেছেন, ‘লিবিয়া আপনাদের নয়, লিবিয়ার মানুষের।’ গতকাল ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে গাদ্দাফির এক মুখপাত্র চিঠির বিস্তারিত তুলে ধরেন। ওবামাকে লেখা চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ছেলে, প্রিয় বারাক ওবামা। আমি আপনাকে আগেও বলেছি, লিবিয়া ও যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়েও পড়ে আল্লাহ তা না করুন, তারপরও আপনি আমাদের ছেলেই থাকবেন।’
এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জাতিসংঘ মহাসচিব বান কি মুনকেও চিঠি লিখেছেন গাদ্দাফি। চিঠিতে তিনি লিবিয়ায় হামলার অনুমতি দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবকে অসিদ্ধ এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। একই সঙ্গে লিবিয়ায় হামলার বিষয়ে সতর্ক করে দিয়ে গাদ্দাফি বলেছেন, এ জন্য তাঁদের অনুতাপ করতে হবে।
গাদ্দাফি লিখেছেন, ‘লিবিয়া আপনাদের নয়, লিবিয়ার মানুষের।’ গতকাল ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে গাদ্দাফির এক মুখপাত্র চিঠির বিস্তারিত তুলে ধরেন। ওবামাকে লেখা চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমাদের ছেলে, প্রিয় বারাক ওবামা। আমি আপনাকে আগেও বলেছি, লিবিয়া ও যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়েও পড়ে আল্লাহ তা না করুন, তারপরও আপনি আমাদের ছেলেই থাকবেন।’
No comments