কোয়ার্টার ফাইনালে ফিরতে চান ভেট্টোরি
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের সূচিটা চূড়ান্ত করা যাচ্ছিল না। তবে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই—দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। একটা অনিশ্চয়তা অবশ্য এ ম্যাচ নিয়েও আছে। কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে ড্যানিয়েল ভেট্টোরি খেলতে পারবেন তো? পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া ভেট্টোরি গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি। তবে তাঁর আশা, শেষ আটের লড়াইয়ে ঠিকই ফিরবেন দলে।
এই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছেন বলেই জানালেন ভেট্টোরি। জানালেন, ‘ব্যাটিং-বোলিংয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে দৌড়ানোর সময় কিছুটা সমস্যা হচ্ছে।’ হাঁটুতে এখনো সামান্য ব্যথা আছে। তবে এই ৩২ বছর বয়সী মনে করছেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচটির আগে ফিট হয়ে উঠবেন। অনুশীলনে বল করতে কোনো সমস্যা হচ্ছে না। তা ছাড়া ভেট্টোরি আরও সময়ও পাচ্ছেন।
এদিকে চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে পেসার হামিশ বেনেটের। বেনেটের জায়গায় দলে ঢুকেছেন ড্যারিল টাফি।
এই ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছেন বলেই জানালেন ভেট্টোরি। জানালেন, ‘ব্যাটিং-বোলিংয়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে দৌড়ানোর সময় কিছুটা সমস্যা হচ্ছে।’ হাঁটুতে এখনো সামান্য ব্যথা আছে। তবে এই ৩২ বছর বয়সী মনে করছেন, কোয়ার্টার ফাইনাল ম্যাচটির আগে ফিট হয়ে উঠবেন। অনুশীলনে বল করতে কোনো সমস্যা হচ্ছে না। তা ছাড়া ভেট্টোরি আরও সময়ও পাচ্ছেন।
এদিকে চোটের কারণে বিশ্বকাপই শেষ হয়ে গেছে পেসার হামিশ বেনেটের। বেনেটের জায়গায় দলে ঢুকেছেন ড্যারিল টাফি।
No comments