রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করলেন বাহরাইনের যুবরাজ
বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল-খলিফা রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। গত শনিবার দেশটির সংবাদ সংস্থা বিএনএ এ কথা জানায়। এদিকে বিরোধী দলগুলো রাজনৈতিক আলোচনা শুরু করার জন্য যথাযথ পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশটির শিয়া সম্প্রদায় রাজনৈতিক সংস্কার ও অধিকারের দাবিতে বিক্ষোভ চালিয়ে আসছে।
যুবরাজ এক বিবৃতিতে জানান, রাজনৈতিক সংস্কারের প্রশ্নে তিনি কোনো দ্বিধাবিভক্তি মেনে নেবেন না। তিনি জানান, দেশের সব নাগরিকের তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে সরকারের দরজা সব সময় খোলা।
এদিকে রাজধানী মানামার দক্ষিণে শিয়া-অধ্যুষিত গ্রাম সিতরায় গত মঙ্গলবার সংঘর্ষের পর নিখোঁজ হওয়া আবদালি রাধি নামের এক ব্যক্তির লাশ গত শনিবার পাওয়া গেছে। মানামার সালমানিয়া হাসপাতালের মর্গে লাশটি খুঁজে পাওয়া যায়। আবদালির ভাই জলিল এ কথা জানান। তিনি আরও জানান, চিকিৎসা প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে, আবদালি গুলিতে নিহত হয়েছেন।
যুবরাজ এক বিবৃতিতে জানান, রাজনৈতিক সংস্কারের প্রশ্নে তিনি কোনো দ্বিধাবিভক্তি মেনে নেবেন না। তিনি জানান, দেশের সব নাগরিকের তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে সরকারের দরজা সব সময় খোলা।
এদিকে রাজধানী মানামার দক্ষিণে শিয়া-অধ্যুষিত গ্রাম সিতরায় গত মঙ্গলবার সংঘর্ষের পর নিখোঁজ হওয়া আবদালি রাধি নামের এক ব্যক্তির লাশ গত শনিবার পাওয়া গেছে। মানামার সালমানিয়া হাসপাতালের মর্গে লাশটি খুঁজে পাওয়া যায়। আবদালির ভাই জলিল এ কথা জানান। তিনি আরও জানান, চিকিৎসা প্রতিবেদনের তথ্যে বলা হয়েছে, আবদালি গুলিতে নিহত হয়েছেন।
No comments