মিয়ানমারের নতুন প্রেসিডেন্ট থিন সেইন
মিয়ানমারের পার্লামেন্ট গতকাল শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে সাবেক জেনারেল ও প্রধানমন্ত্রী থিন সেইনের নাম ঘোষণা করেছে।
নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, সংখ্যাগরিষ্ঠ ভোটে থিন সেইন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
থিন সেইন জান্তাপ্রধান জেনারেল থান শয়ের অন্যতম সহযোগী। টিন অং মাইন্ট এবং সাই মাউক খাম ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তিনজনই সেনা-সমর্থিত ইউএসডিপি পার্টির সদস্য। গত নভেম্বরের বিতর্কিত নির্বাচনে দলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
জেনারেল থান শয়ে ১৯৯২ সাল থেকে মিয়ানমার শাসন করছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। থান শয়ে ভবিষ্যতে কী ভূমিকা পালন করবেন, তা এখনো পরিষ্কার নয়।
নাম প্রকাশ না করার শর্তে মিয়ানমারের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, সংখ্যাগরিষ্ঠ ভোটে থিন সেইন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি প্রেসিডেন্টের দায়িত্বের বাইরে অতিরিক্ত হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।
থিন সেইন জান্তাপ্রধান জেনারেল থান শয়ের অন্যতম সহযোগী। টিন অং মাইন্ট এবং সাই মাউক খাম ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট তিনজনই সেনা-সমর্থিত ইউএসডিপি পার্টির সদস্য। গত নভেম্বরের বিতর্কিত নির্বাচনে দলটি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
জেনারেল থান শয়ে ১৯৯২ সাল থেকে মিয়ানমার শাসন করছেন। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। থান শয়ে ভবিষ্যতে কী ভূমিকা পালন করবেন, তা এখনো পরিষ্কার নয়।
No comments