বিশ্রাম দরকার ভারতীয় ক্রিকেটারদের: রজার বিনি
দেশের মাটিতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপটা জেতার জন্য একেবারে মরীয়া হয়ে আছেন ভারতীয় ক্রিকেটাররা। আর সাম্প্রতিক সময়ে ভারতের সামগ্রিক পারফরমেন্সও তাদেরকে তুলে এনেছে ফেভারিটের কাতারে। শেষ সময়ে বিশ্বকাপের প্রস্তুতির জন্য জানপ্রাণ দিয়ে খেটে যাচ্ছেন ধোনী, শেবাগ, টেন্ডুলকাররা। কিন্তু ভারতের ৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য রজার বিনির মতে, অনুশীলনের পাশাপাশি এখন কিছুটা বিশ্রামও দরকার ভারতীয় ক্রিকেটারদের।
অনেকদিন ধরেই কোনরকম বিশ্রাম ছাড়াই একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ভারত সফরে টেস্ট-ওয়ানডে সিরিজের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরের বড় একটা ধকল সামলেছে তারা। রজার বিনির এটাকে কিছুটা বাড়াবাড়ি বলেই মন্তব্য করেছেন। তবে ভারত যে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিনির। ভারতের বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘ভারতের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। আট নম্বরে নেমে হরভজনও ভালো ব্যাটিং করতে পারে। বোলিং আক্রমণটাও সমান শক্তিশালী।’ কিন্তু ভারতের ফিল্ডিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না রজার বিনি। বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে ফিল্ডিং আর ফিটনেস ধরে রাখার উপরই ভারতীয় ক্রিকেটারদের বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
অনেকদিন ধরেই কোনরকম বিশ্রাম ছাড়াই একের পর এক ম্যাচ খেলে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের ভারত সফরে টেস্ট-ওয়ানডে সিরিজের পরপরই দক্ষিণ আফ্রিকা সফরের বড় একটা ধকল সামলেছে তারা। রজার বিনির এটাকে কিছুটা বাড়াবাড়ি বলেই মন্তব্য করেছেন। তবে ভারত যে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার সে ব্যাপারে কোন সন্দেহ নেই বিনির। ভারতের বিশ্বকাপ সম্ভাবনা সম্পর্কে সাবেক এই অলরাউন্ডার বলেছেন, ‘ভারতের ব্যাটিং লাইন-আপ খুবই শক্তিশালী। আট নম্বরে নেমে হরভজনও ভালো ব্যাটিং করতে পারে। বোলিং আক্রমণটাও সমান শক্তিশালী।’ কিন্তু ভারতের ফিল্ডিং নিয়ে খুব বেশি সন্তুষ্ট হতে পারছেন না রজার বিনি। বিশ্বকাপের একেবারে শেষ মুহূর্তে ফিল্ডিং আর ফিটনেস ধরে রাখার উপরই ভারতীয় ক্রিকেটারদের বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
No comments