জাহাজডুবিতে চার রুশ নাবিকের মৃত্যু
দক্ষিণ কোরিয়ায় কম্বোডিয়ার পতাকাবাহী একটি জাহাজ ডুবে রাশিয়ার চার নাবিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাতজন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড এ কথা জানিয়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান বন্দরের প্রায় ১৬ মাইল দূরে রাশিয়ার ১২ নাবিকসহ আলেকজান্দ্রা নামের জাহাজটি ডুবে যায়। তিনি বলেন, ডুবে যাওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, বড় কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষেই আলেকজান্দ্রা ডুবে গেছে।
মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার টহল নৌযানগুলোর নাবিকেরা রুশ একজন নাবিককে একটি লাইফ বোট থেকে জীবিত উদ্ধার করেছেন। তাঁরা চারটি লাশ শনাক্ত করেছেন। বাকি সাতজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার ও সাতটি নৌযান পাঠানোর কথা তিনি জানিয়েছেন।
কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান বন্দরের প্রায় ১৬ মাইল দূরে রাশিয়ার ১২ নাবিকসহ আলেকজান্দ্রা নামের জাহাজটি ডুবে যায়। তিনি বলেন, ডুবে যাওয়ার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে, বড় কোনো জাহাজের সঙ্গে সংঘর্ষেই আলেকজান্দ্রা ডুবে গেছে।
মুখপাত্র বলেন, দক্ষিণ কোরিয়ার টহল নৌযানগুলোর নাবিকেরা রুশ একজন নাবিককে একটি লাইফ বোট থেকে জীবিত উদ্ধার করেছেন। তাঁরা চারটি লাশ শনাক্ত করেছেন। বাকি সাতজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার ও সাতটি নৌযান পাঠানোর কথা তিনি জানিয়েছেন।
No comments