ধারণক্ষমতার বেশি বন্দী ভেনেজুয়েলার কারাগারে
ভেনেজুয়েলায় সাম্প্রতিক বছরগুলোতে কারাগারে বন্দীর সংখ্যা অনেক বেড়েছে। গত মঙ্গলবার পার্লামেন্টে উপস্থাপিত একটি প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারেক এল আইসামি এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে আইসামি উল্লেখ করেন, ২০১০ সালে কারাবন্দীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৫২০ জন। তবে তিনি কারাগারগুলোতে বন্দী ধারণক্ষমতার সুনির্দিষ্ট তথ্য জানাননি।
তবে বেসরকারি পর্যবেক্ষক গ্রুপ ভেনেজুয়েলান ভায়োলেন্স অবজারভেটরি (ওভিপি) জানায়, দেশটির কারাগারগুলোতে বন্দী ধারণক্ষমতা ১৫ হাজার।
বিরোধীদলীয় আইনপ্রণেতা আলফ্রেডো ওসোরিও জানান, কারাবন্দীদের ৯০ শতাংশই দণ্ডাদেশের অপেক্ষায় আছেন। তিনি কারাব্যবস্থা সংস্কারের জোরালো দাবি জানান।
প্রতিবেদনে আইসামি উল্লেখ করেন, ২০১০ সালে কারাবন্দীর সংখ্যা ছিল ৪৪ হাজার ৫২০ জন। তবে তিনি কারাগারগুলোতে বন্দী ধারণক্ষমতার সুনির্দিষ্ট তথ্য জানাননি।
তবে বেসরকারি পর্যবেক্ষক গ্রুপ ভেনেজুয়েলান ভায়োলেন্স অবজারভেটরি (ওভিপি) জানায়, দেশটির কারাগারগুলোতে বন্দী ধারণক্ষমতা ১৫ হাজার।
বিরোধীদলীয় আইনপ্রণেতা আলফ্রেডো ওসোরিও জানান, কারাবন্দীদের ৯০ শতাংশই দণ্ডাদেশের অপেক্ষায় আছেন। তিনি কারাব্যবস্থা সংস্কারের জোরালো দাবি জানান।
No comments