মীমাংসা হয়নি ইতালি-জার্মানি ম্যাচে
১৯৯৫ সালের পর থেকে ইতালির বিপক্ষে জয়ের দেখা পায় নি জার্মানি। গতকাল নিজেদের মাটিতে সেই রেকর্ডটা ভেঙ্গেই দিতে চেয়েছিল জোয়াকিম লোর তরুণ তুর্কিরা। ১৬ মিনিটে জার্মান গোলমেশিন মিরোস্লাভ ক্লোসার গোল থেকে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু শেষপর্যন্ত জার্মানদের এই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ান ইতালিয়ান স্ট্রাইকার গিউসেপ্পে রসি। দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে করেন সমতাসূচক গোল। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জার্মানিকে।
প্রথমার্ধটা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন জার্মান ফুটবলাররা। কোচ জোয়াকিম লোর কণ্ঠ থেকে তাই কিছুটা হতাশাই ঝড়ে পড়ল। ম্যাচ শেষে এআরডি টেলিভিশনকে তিনি বলেছেন, ‘আমরা শুরুতে বেশ ভালোই খেলেছিলাম। কিন্তু পুরো ৯০ মিনিট আমরা এই ফর্মটা ধরে রাখতে পারি নি। আমরা জানতাম যে, ইতালিকে হারাতে হলে পুরো সময়টাই আমাদের ভালো খেলতে হবে। তো, আমি আসলে আজকের এই ফলাফলটা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’
প্রথমার্ধটা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে যেন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন জার্মান ফুটবলাররা। কোচ জোয়াকিম লোর কণ্ঠ থেকে তাই কিছুটা হতাশাই ঝড়ে পড়ল। ম্যাচ শেষে এআরডি টেলিভিশনকে তিনি বলেছেন, ‘আমরা শুরুতে বেশ ভালোই খেলেছিলাম। কিন্তু পুরো ৯০ মিনিট আমরা এই ফর্মটা ধরে রাখতে পারি নি। আমরা জানতাম যে, ইতালিকে হারাতে হলে পুরো সময়টাই আমাদের ভালো খেলতে হবে। তো, আমি আসলে আজকের এই ফলাফলটা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না।’
No comments