সরকার গঠনের জন্য মালিকিকে আমন্ত্রণ জানালেন তালাবানি
ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি গতকাল বৃহস্পতিবার নতুন সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিকে আমন্ত্রণ জানিয়েছেন। মন্ত্রিসভা গঠনের জন্য তাঁকে ৩০ দিন সময় দিয়েছেন প্রেসিডেন্ট।
সরকারের শীর্ষ পদগুলো নিয়ে রাজনৈতিক নেতারা একটি সমঝোতায় পৌঁছার দুই সপ্তাহ পর প্রেসিডেন্ট তালাবানি সরকার গঠনের জন্য মালিকিকে আমন্ত্রণ জানালেন। চুক্তি অনুযায়ী শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন।
ক্ষমতা ভাগাভাগির এই চুক্তির শর্ত অনুযায়ী কুর্দি প্রেসিডেন্ট জালাল তালাবানি আরেক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পার্লামেন্টের স্পিকার হবেন সুন্নি আইনপ্রণেতা ওসামা আল-নুজাইফি।
বাগদাদে আল-সালাম প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তালাবানি বলেন, নতুন সরকার গঠনের জন্য নুরি আল-মালিকিকে দায়িত্ব দেওয়া হলো। আশা করা হচ্ছে, এটা হবে প্রকৃত জাতীয় অংশীদারিত্বমূলক সরকার, যাতে কোনো গোষ্ঠীকে বাদ দেওয়া হবে না।
সরকারের শীর্ষ পদগুলো নিয়ে রাজনৈতিক নেতারা একটি সমঝোতায় পৌঁছার দুই সপ্তাহ পর প্রেসিডেন্ট তালাবানি সরকার গঠনের জন্য মালিকিকে আমন্ত্রণ জানালেন। চুক্তি অনুযায়ী শিয়া প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন।
ক্ষমতা ভাগাভাগির এই চুক্তির শর্ত অনুযায়ী কুর্দি প্রেসিডেন্ট জালাল তালাবানি আরেক মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পার্লামেন্টের স্পিকার হবেন সুন্নি আইনপ্রণেতা ওসামা আল-নুজাইফি।
বাগদাদে আল-সালাম প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তালাবানি বলেন, নতুন সরকার গঠনের জন্য নুরি আল-মালিকিকে দায়িত্ব দেওয়া হলো। আশা করা হচ্ছে, এটা হবে প্রকৃত জাতীয় অংশীদারিত্বমূলক সরকার, যাতে কোনো গোষ্ঠীকে বাদ দেওয়া হবে না।
No comments