পশ্চিম তীরে মসজিদে আগুন
ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম শহরের কাছে গতকাল সোমবার ভোররাতে একটি মসজিদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফিলিস্তিনি কর্মকর্তারা এ ঘটনার জন্য ইহুদি বসতি স্থাপনকারীদের দায়ী করেছেন। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলও।
প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা জানান, ছয়জন অস্ত্রধারী স্থানীয় সময় রাত তিনটার দিকে একটি সাদা গাড়িতে করে বেথলেহেম শহরের কাছে বেইত ফাজ্জার গ্রামে যায়। এই দলের কয়েকজন ইহুদিদের বিশেষ টুপি পরিহিত ছিল। তাঁরা আরও বলেন, এই দুর্বৃত্তরা ইসরায়েলি বসতি স্থাপনকারী। এদিকে ইসরায়েল এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র রোসেনফেল্ড এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, মসজিদে আগুন লাগানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তারা জানান, ছয়জন অস্ত্রধারী স্থানীয় সময় রাত তিনটার দিকে একটি সাদা গাড়িতে করে বেথলেহেম শহরের কাছে বেইত ফাজ্জার গ্রামে যায়। এই দলের কয়েকজন ইহুদিদের বিশেষ টুপি পরিহিত ছিল। তাঁরা আরও বলেন, এই দুর্বৃত্তরা ইসরায়েলি বসতি স্থাপনকারী। এদিকে ইসরায়েল এ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র রোসেনফেল্ড এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, মসজিদে আগুন লাগানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি।’
No comments