চার হাজার বছরের প্রাচীন আর্য শহরের সন্ধান
রাশিয়ায় প্রত্নতত্ত্ববিদেরা মাটি খুঁড়ে চার হাজার বছরের প্রাচীন আর্য শহর আবিষ্কার করেছেন। তাঁদের ধারণা, প্রাচীন ও প্রায় অজানা ওই বসতি স্থাপন করেছিল আর্য সম্প্রদায়ের মানুষ। গতকাল সোমবার রাশিয়ার ওই প্রত্নতাত্ত্বিক দলের সদস্যদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল।
প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা জানান, কাজাখস্তানের সীমান্তসংলগ্ন রাশিয়ার সার্বিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত স্তেপ এলাকায় ২০টি বসতির চিহ্ন খুঁজে পেয়েছেন তাঁরা। বিশ্লেষকেরা বলছেন, ব্রোঞ্জ যুগের ওই বসতিগুলো মিসরের গ্রেট পিরামিড স্থাপনের কিছু সময় পর স্থাপন করা হয়। চার হাজার বছর আগে প্রকৃত আর্যরাই বসতি স্থাপন করেছিল। যাদের স্বস্তিকা চিহ্ন নাৎসি বাহিনী পার্টির প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন হিটলার।
ওই অঞ্চল পরিদর্শনকারী বিবিসির কর্মী বেটানি হগস বলেন, ‘আমি ব্রোঞ্জ যুগ সম্পর্কে লিখেছি। আমি জানি, ইতিহাসের ওই অধ্যায়ে অনেক অজানা বিষয় রয়েছে।’
ওপর থেকে তোলা ছবির মাধ্যমে প্রায় ২০ বছর আগে ওই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ সম্পর্কে জানা যায়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান হওয়ায় এত দিন পর্যন্ত শহরটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। রাশিয়ার ওই প্রত্নতাত্ত্বিক দলটি জানিয়েছে, তাদের খুঁজে পাওয়া ওই প্রাচীন শহরের আয়তন প্রাচীন গ্রিসের শহরগুলোর মতো। সেখানে সম্ভবত ২০০ থেকে এক হাজার লোক বসবাস করত। আর্যদের ভাষা ইউরোপের অনেক মাতৃভাষার উৎস। পিটিআই অনলাইন।
প্রত্নতাত্ত্বিক দলের সদস্যরা জানান, কাজাখস্তানের সীমান্তসংলগ্ন রাশিয়ার সার্বিয়ার দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত স্তেপ এলাকায় ২০টি বসতির চিহ্ন খুঁজে পেয়েছেন তাঁরা। বিশ্লেষকেরা বলছেন, ব্রোঞ্জ যুগের ওই বসতিগুলো মিসরের গ্রেট পিরামিড স্থাপনের কিছু সময় পর স্থাপন করা হয়। চার হাজার বছর আগে প্রকৃত আর্যরাই বসতি স্থাপন করেছিল। যাদের স্বস্তিকা চিহ্ন নাৎসি বাহিনী পার্টির প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন হিটলার।
ওই অঞ্চল পরিদর্শনকারী বিবিসির কর্মী বেটানি হগস বলেন, ‘আমি ব্রোঞ্জ যুগ সম্পর্কে লিখেছি। আমি জানি, ইতিহাসের ওই অধ্যায়ে অনেক অজানা বিষয় রয়েছে।’
ওপর থেকে তোলা ছবির মাধ্যমে প্রায় ২০ বছর আগে ওই প্রাচীন শহরের ধ্বংসাবশেষ সম্পর্কে জানা যায়। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এর অবস্থান হওয়ায় এত দিন পর্যন্ত শহরটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। রাশিয়ার ওই প্রত্নতাত্ত্বিক দলটি জানিয়েছে, তাদের খুঁজে পাওয়া ওই প্রাচীন শহরের আয়তন প্রাচীন গ্রিসের শহরগুলোর মতো। সেখানে সম্ভবত ২০০ থেকে এক হাজার লোক বসবাস করত। আর্যদের ভাষা ইউরোপের অনেক মাতৃভাষার উৎস। পিটিআই অনলাইন।
No comments