এরিকসন আবার ইংল্যান্ডে
পেশা তো বটেই; কোচিং তাঁর ধ্যানজ্ঞানও। এমন একজন মানুষের কাছে আয়েশি বেকার জীবন ভালো লাগে? সভেন গোরান এরিকসনও মাস তিনেক বেকার ঘুরেফিরে এলেন কোচিংয়ে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইংলিশ দ্বিতীয় বিভাগের দল লিস্টার। পাউলো সসাকে শুক্রবার বরখাস্ত করে এরিকসনকে নিয়োগ দিল লিস্টার। চুক্তি দুই বছরের। ৩৩ বছরের কোচিং ক্যারিয়ারে এই সুইডিশ ইংল্যান্ডে কাটিয়েছেন প্রায় ৬ বছর। ২০০১-০৬—ইংল্যান্ড জাতীয় দলেরই কোচ ছিলেন পাঁচ বছর। এক বছর ছিলেন ম্যানচেস্টার সিটিতে। মেক্সিকো, আইভরিকোস্ট ঘুরে আবার ইংল্যান্ডেই ফিরলেন এরিকসন। মানলাম, বেকার ঘোরাঘুরি ভালো লাগছিল না! তাই বলে দ্বিতীয় বিভাগের একটি ক্লাবের কোচ হলেন? ‘ক্লাবটির লক্ষ্য আমাকে আকৃষ্ট করেছে’—এরিকসনের উত্তর।
No comments