ভারতে মাওবাদীদের হামলায় নিহত ৩
ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় মাওবাদীরা বামপন্থী সংগঠন ফরোয়ার্ড ব্লকের তিন কর্মীকে গত রোববার রাতে গুলি করে হত্যা করেছে। পুলিশ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে মাওবাদীদের ৫০ জনের সশস্ত্র একটি দল ওই হত্যাকাণ্ড ঘটায়। তারা ওই তিন কর্মীকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর ভারতীয় যৌথ বাহিনী সেখানে চিরুনি অভিযান শুরু করেছে।
ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘এ বছর হামলায় আমাদের দলের সাতজন কর্মী নিহত হয়েছেন। তাঁরা সবাই আদিবাসী। মাওবাদীরা হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
পুলিশ জানায়, রোববার রাতে মাওবাদীদের ৫০ জনের সশস্ত্র একটি দল ওই হত্যাকাণ্ড ঘটায়। তারা ওই তিন কর্মীকে বাড়ি থেকে দূরবর্তী স্থানে নিয়ে গুলি করে হত্যা করে। ঘটনার পর ভারতীয় যৌথ বাহিনী সেখানে চিরুনি অভিযান শুরু করেছে।
ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস বলেন, ‘এ বছর হামলায় আমাদের দলের সাতজন কর্মী নিহত হয়েছেন। তাঁরা সবাই আদিবাসী। মাওবাদীরা হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে।
No comments