নির্বাচকদের যুবরাজের বার্তা
শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ টেস্ট সিরিজেও ফিফটি ছিল তাঁর। তবু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয়নি যুবরাজ সিংয়ের। কারণ, তাঁর চোটের সুযোগ নিয়ে যিনি দলে ঢুকেছিলেন, সেই সুরেশ রায়না যে ভালো খেলছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রায়না কোনো রান না করে আউট হলেন। এ দিনই আবার ইরানি কাপে মুম্বাইয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে ভারতের নির্বাচকদের একটা বার্তাই পাঠালেন যুবরাজ।
অবশিষ্ট ভারত দলের অধিনায়ক প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের অপরাজিত ইনিংসটি তিনি খেলেছেন ১৯৪ বলে। পাঁচ ঘণ্টা দুই মিনিটের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২৮টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে।
অবশিষ্ট ভারত দলের অধিনায়ক প্রথম ইনিংসে করেছিলেন মাত্র ৪ রান। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানের অপরাজিত ইনিংসটি তিনি খেলেছেন ১৯৪ বলে। পাঁচ ঘণ্টা দুই মিনিটের ইনিংসটি তিনি সাজিয়েছেন ২৮টি চার ও পাঁচটি ছক্কা দিয়ে।
No comments