ইংল্যান্ড-রাশিয়া ঠোকাঠুকি
২০১৮ বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা নিয়ে সমস্যা বাড়ছে বৈ কমছে না। একটা সমস্যা দূর না-হতেই চেপে বসছে আরেক সমস্যা। বিশ্বকাপ আয়োজক প্রার্থীদের ভোট কেনাবেচা নিয়ে ওঠা বিতর্ক চলছে, এর মধ্যে দুই প্রার্থী দেশ ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে লেগে ভালোই লেগে গেল।
রাশিয়ার আয়োজক কমিটির প্রধান আন্দ্রেই সরোকিন প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সমালোচনা করেছেন। এতে ইংল্যান্ড তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নালিশ করেছে ফিফার কাছে। অবকাঠামোর দিক দিয়ে ইংল্যান্ড ২০১৮ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুত বলে মনে করেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। কিন্তু সরোকিনের কথা, ইংল্যান্ড মোটেই বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপদ নয়।
‘ইউরোপের বিভিন্ন শহরের তুলনায় লন্ডনে অপরাধ বেশি। লন্ডনের তরুণদের মদ্যপানের অভ্যাসও বেশি’—বলেছেন সরোকিন। সরোকিনের এই অভিযোগ মেনে নিতে পারেনি ইংল্যান্ড। তাদের আয়োজক কমিটির এক মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা এর বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছি।’ ইংল্যান্ড বিড কমিটির কাছে চিঠি দিয়ে এটিকে নেহাত ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেছেন সরোকিন। তবে দাবি করেছেন, এ নিয়ে তাঁর ক্ষমা চাওয়ার কিছু নেই।
আইওসির অবশ্য এতে কিছুই এসে-যায় না। কিন্তু বিশ্বকাপের আয়োজক হতে ভোট কেনাবেচার যে চাঞ্চল্যকর খবর বেরিয়েছে, সেটি মেনে নিতে পারছেন না আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগে। এ বিষয়ে ফিফার আশু পদক্ষেপ দেখতে চান তিনি।
রাশিয়ার আয়োজক কমিটির প্রধান আন্দ্রেই সরোকিন প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সমালোচনা করেছেন। এতে ইংল্যান্ড তীব্র প্রতিক্রিয়া জানিয়ে নালিশ করেছে ফিফার কাছে। অবকাঠামোর দিক দিয়ে ইংল্যান্ড ২০১৮ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুত বলে মনে করেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। কিন্তু সরোকিনের কথা, ইংল্যান্ড মোটেই বিশ্বকাপ আয়োজনের জন্য নিরাপদ নয়।
‘ইউরোপের বিভিন্ন শহরের তুলনায় লন্ডনে অপরাধ বেশি। লন্ডনের তরুণদের মদ্যপানের অভ্যাসও বেশি’—বলেছেন সরোকিন। সরোকিনের এই অভিযোগ মেনে নিতে পারেনি ইংল্যান্ড। তাদের আয়োজক কমিটির এক মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করছি, আমরা এর বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছি।’ ইংল্যান্ড বিড কমিটির কাছে চিঠি দিয়ে এটিকে নেহাত ভুল বোঝাবুঝি বলে ব্যাখ্যা করেছেন সরোকিন। তবে দাবি করেছেন, এ নিয়ে তাঁর ক্ষমা চাওয়ার কিছু নেই।
আইওসির অবশ্য এতে কিছুই এসে-যায় না। কিন্তু বিশ্বকাপের আয়োজক হতে ভোট কেনাবেচার যে চাঞ্চল্যকর খবর বেরিয়েছে, সেটি মেনে নিতে পারছেন না আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগে। এ বিষয়ে ফিফার আশু পদক্ষেপ দেখতে চান তিনি।
No comments