আবাহনী আসাম যাচ্ছে আজ
নকআউট পদ্ধতির টুর্নামেন্ট শুরু হয়ে গেছে ২ সেপ্টেম্বর। কিন্তু আসামের ৫৮তম বরদুলই ট্রফিতে ৯ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে সরাসরি গ্রুপ পর্বে খেলবে আবাহনী। এই টুর্নামেন্টে খেলতে আজই গুয়াহাটির উদ্দেশে ঢাকা ছাড়ছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আবাহনীর চার বিদেশি খেলোয়াড় সামাদ ইউসুফ, আউডু ইব্রাহিম, ইউসুফ আমিন ও থুয়াম ফ্রাঙ্ক এক দিন পরে গিয়ে যোগ দেবেন দলের সঙ্গে। স্থানীয় খেলোয়াড়দের ভিসা কাল হয়ে গেলেও বিদেশিদের ভিসা আজ হতে পারে।
এবার অন্তত ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছে আবাহনী। দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) কাল বলেছেন, ‘গতবার আমরা সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিলাম। এবার অন্তত ফাইনালে খেলতে চাই।’ গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে ক্লাবটি।
এবার অন্তত ফাইনাল খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ছে আবাহনী। দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) কাল বলেছেন, ‘গতবার আমরা সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিলাম। এবার অন্তত ফাইনালে খেলতে চাই।’ গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে ক্লাবটি।
No comments