নেপালে প্রধানমন্ত্রী নির্বাচনের চেষ্টা ষষ্ঠবারও ব্যর্থ
নেপালের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী নির্বাচনে ষষ্ঠবারের মতো ব্যর্থ হয়েছে। পার্লামেন্টের স্পিকার শিগগিরই একটি নতুন সরকার গঠন করা না হলে দেশ সংকটে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন।
নতুন প্রশাসনে মাওবাদীদের ক্ষমতা ভাগাভাগির চাপের মুখে গত ৩০ জুন সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে দেশটিতে সরকার নেই। তখন থেকে রাজনৈতিক নেতারা নতুন একটি সরকার গঠন করে একজন প্রধানমন্ত্রী নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত ছয়বার চেষ্টা করেও ব্যর্থ হলো।
২০০৮ সালের নির্বাচনে মাওবাদীরা সবচেয়ে বেশি আসন পেলেও দেশ শাসনের কর্তৃত্ব পায়নি। প্রচণ্ড নামে পরিচিত মাওবাদী নেতা পুষ্প কমল দহল পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল মধ্যপন্থী নেপালি কংগ্রেস চেয়ারম্যান রাম চন্দ্র পৌদেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু কোয়ালিশন সরকার গঠনে কোনো প্রার্থীই প্রতিপক্ষের সমর্থন আদায় করতে পারেননি।
নতুন প্রশাসনে মাওবাদীদের ক্ষমতা ভাগাভাগির চাপের মুখে গত ৩০ জুন সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করার পর থেকে দেশটিতে সরকার নেই। তখন থেকে রাজনৈতিক নেতারা নতুন একটি সরকার গঠন করে একজন প্রধানমন্ত্রী নির্বাচনে গতকাল রোববার পর্যন্ত ছয়বার চেষ্টা করেও ব্যর্থ হলো।
২০০৮ সালের নির্বাচনে মাওবাদীরা সবচেয়ে বেশি আসন পেলেও দেশ শাসনের কর্তৃত্ব পায়নি। প্রচণ্ড নামে পরিচিত মাওবাদী নেতা পুষ্প কমল দহল পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল মধ্যপন্থী নেপালি কংগ্রেস চেয়ারম্যান রাম চন্দ্র পৌদেলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কিন্তু কোয়ালিশন সরকার গঠনে কোনো প্রার্থীই প্রতিপক্ষের সমর্থন আদায় করতে পারেননি।
No comments