কঙ্গোয় নৌদুর্ঘটনায় ৭০ জনের মৃত্যু, নিখোঁজ ২০০
গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় পৃথক দুটি নৌদুর্ঘটনায় অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ হয়েছে অন্তত ২০০ জন। খবর বিবিসি অনলাইনের।
গত শনিবার রাতে এঙ্গোলার সীমান্তবর্তী কাসাই নদীতে তেলের ড্রামসহ প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে একটি নৌকায় আগুন ধরে গেলে তা ডুবে যায়। কঙ্গোর তথ্যমন্ত্রী ল্যাম্বার্ট মেন্ডি ওমালাঙ্গা বলেন, নৌকাটি তেলের ড্রাম বহন করছিল, এতে কোনো যাত্রী বহন করার কথা ছিল না।
একই দিনে আরেকটি দুর্ঘটনায় ইকুয়েটর প্রদেশের রুকি নদীতে ১০০ জন যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। রাতের বেলা পর্যাপ্ত আলো ছাড়া নৌকা চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাতের বেলা নৌকাগুলো কেন বিনা আলোয় চলাচল করছিল, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
গত শনিবার রাতে এঙ্গোলার সীমান্তবর্তী কাসাই নদীতে তেলের ড্রামসহ প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে একটি নৌকায় আগুন ধরে গেলে তা ডুবে যায়। কঙ্গোর তথ্যমন্ত্রী ল্যাম্বার্ট মেন্ডি ওমালাঙ্গা বলেন, নৌকাটি তেলের ড্রাম বহন করছিল, এতে কোনো যাত্রী বহন করার কথা ছিল না।
একই দিনে আরেকটি দুর্ঘটনায় ইকুয়েটর প্রদেশের রুকি নদীতে ১০০ জন যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। রাতের বেলা পর্যাপ্ত আলো ছাড়া নৌকা চলাচলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রাতের বেলা নৌকাগুলো কেন বিনা আলোয় চলাচল করছিল, তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা।
No comments