ত্রিমূর্তি নিষিদ্ধ ড্রেসিংরুমে
সালমান বাট, মোহাম্মদ আমির আর মোহাম্মদ আসিফের পায়ের তলের মাটি সরে যাচ্ছে ধীরে ধীরে। যে পাকিস্তানি হাইকমিশনার এত দিন তাঁদের আড়াল করার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, সেই ওয়াজিদ সামসুল হাসান পর্যন্ত বলে দিলেন, দোষী প্রমাণিত হলে তিন ক্রিকেটারকে আজীবন নিষিদ্ধ করাই হবে যুক্তিযুক্ত।
এদিকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি বলে দিলেন, ত্রিমূর্তি যেন পাকিস্তানের ড্রেসিংরুমে না ঘেঁষে। দলের জন্য সেটি হবে অস্বস্তিকর। ‘কঠিন একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সেটি কঠিনতর হয়ে উঠুক এটা কেউই চায় না। দল কিংবা ড্রেসিংরুমে ওই তিনজনের থাকাটা উচিত হবে না বলে মনে করি। তাদের বাইরে রাখাটাই হবে সবচেয়ে ভালো’—জিয়ো টিভিকে বলেছেন আফ্রিদি।
এদিকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শহীদ আফ্রিদি বলে দিলেন, ত্রিমূর্তি যেন পাকিস্তানের ড্রেসিংরুমে না ঘেঁষে। দলের জন্য সেটি হবে অস্বস্তিকর। ‘কঠিন একটা পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। সেটি কঠিনতর হয়ে উঠুক এটা কেউই চায় না। দল কিংবা ড্রেসিংরুমে ওই তিনজনের থাকাটা উচিত হবে না বলে মনে করি। তাদের বাইরে রাখাটাই হবে সবচেয়ে ভালো’—জিয়ো টিভিকে বলেছেন আফ্রিদি।
No comments