এখানেও ফেদেরার-সোদারলিং
গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের আসল উত্তেজনাটা নাকি অঘটন শুরু হলে! পাঁচ দিন প্রায় সরল হাঁটার পর অবশেষে ষষ্ঠ দিনে এসে ইউএস ওপেনের গায়ে লাগল অঘটনের আঁচড়। পরশু সেই অঘটনের আঁচড়ে নীল চতুর্থ বাছাই ইয়েলেনা জাঙ্কোভিচ।২০০৮ ইউএস ওপেনের রানারআপ এবং সাবেক ১ নম্বর জাঙ্কোভিচের যাত্রা তৃতীয় রাউন্ডেই থামিয়ে দিয়েছেন কাইয়া কানেপি। ৬-২, ৭-৬ (৭-১) গেমে জিতে এস্তোনিয়ার ৩১তম র্যাঙ্কধারী কানেপি প্রথমবার পা রাখলেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে।দিনের বাকি ম্যাচগুলোর হয়েছে প্রত্যাশিত সমাপ্তি। রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, রবিন সোদারলিং, মহিলা এককের শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, মারিয়া শারাপোভা, সভেৎলানা কুজনেৎসভা—অঘটনকে দূরত্বে রেখেই পেরিয়েছেন তৃতীয় রাউন্ডের বাধা।সেরেনার অনুপস্থিতি ওজনিয়াকিকে ইউএস ওপেনে নামিয়েছে শীর্ষ বাছাইয়ের খেতাব পরিয়ে। শীর্ষ বাছাইয়ের মর্যাদাটা কোর্টেও দিয়ে যাচ্ছেন ড্যানিশ-কন্যা। প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় রাউন্ডেও জিতেছেন সহজে, তাইওয়ানের চ্যান ইয়ং-জানকে হারিয়েছেন ৬-১, ৬-০ গেমে।তিন ম্যাচে মাত্র তিনটি গেমে হার, চতুর্থ রাউন্ডে ওঠার পথে ১৯৭৬ সালের পর ইউএস ওপেনে এটাই সেরা পারফরম্যান্স। ১৯৭৬ সালে তিন ম্যাচে গ্রেট ক্রিস এভার্ট হেরেছিলেন দুটি গেম। শুধু ইউএস ওপেনেই নয়, ১৯৯৪ সালের পর গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেই প্রথম তিন ম্যাচে এটা সেরা পারফরম্যান্স।তবে এই সহজ যাত্রার পরও ওজনিয়াকির চোখে-মুখে দুশ্চিন্তার ভাঁজ। চতুর্থ রাউন্ডেই যে দেখা হয়ে যাচ্ছে ২০০৬ ইউএস ওপেন চ্যাম্পিয়ন শারাপোভার সঙ্গে! কঠিন এই দ্বৈরথে নামার আগে শারাপোভা এবারের ইউএস ওপেনের ‘মার্কিন বিস্ময়’ বিয়াত্রিস ক্যাপ্রাকে স্রেফ উড়িয়ে দিয়ে এসেছেন তৃতীয় রাউন্ডে, জয় ৬-০, ৬-০ গেমে।আজ সোমবার প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে ওজনিয়াকি-শারাপোভা দুজনেই বেশ সতর্ক। দুজনেই প্রতিপক্ষকে সমীহ করছেন। ওজনিয়াকি বলেছেন, ‘সে অসাধারণ খেলোয়াড়। কাছেই কঠিন ম্যাচ আসছে। দেখি, সোমবার কী ঘটে।’ একই সুর রুশ তারকার কণ্ঠেও, ‘এটা হবে কঠিন এক ম্যাচ। আমি তাকিয়ে আছি সামনের দিকে।’ব্যক্তিগত দ্বৈরথের উত্তেজনা একটু একটু টের পেতে শুরু করেছেন রজার ফেদেরার ও সুইডিশ রবিন সোদারলিংও। ড্রয়ের পরই জানান, ফেদেরার-সোদারলিংকের দেখা হবে কোয়ার্টার ফাইনালে। সেই পথে পরশু আরেক ধাপ এগিয়েছেন দুজনেই। ফেদেরার ফ্রান্সের পল অঁরি ম্যাথিউকে হারিয়েছেন ৬-৪, ৬-৩, ৬-৩ গেমে এবং হল্যান্ডের থিয়েমো দে বাকেরের বিপক্ষে ৬-২, ৬-৩, ৬-৩ গেমে জিতেছেন সোদারলিং।জোকোভিচ যুক্তরাষ্ট্রের জেমস ব্লেককে ৬-১, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে, ২০০৪ সালের চ্যাম্পিয়ন কুজনেৎসভা স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। ইসরায়েলের শাহার পিরকে ৭-৬ (৭-৩), ৬-৩ গেমে হারিয়ে প্রথম তারকা হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস।
No comments