ব্রিটিশ মিডিয়ার এবারের লক্ষ্য জার্মানি
ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে ওঠায় হাঁফ ছেড়ে বেঁচেছে ব্রিটিশ মিডিয়া। দলের সমালোচনা করতে করতে ক্লান্ত ব্রিটিশ গণমাধ্যম এখন অস্ত্র শানিয়ে নিচ্ছে পুরোনো শত্রু জার্মানির বিপক্ষে। ২০ বছর পর আবার বিশ্বকাপের ময়দানে দেখা হচ্ছে দুই ‘জাতশত্রু’র। স্লোভেনিয়ার বিপক্ষে জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাওয়ার পর ব্রিটিশ গণমাধ্যমজুড়ে এখন ইংল্যান্ড দলের প্রশস্তি। বিখ্যাত সংবাদপত্র দ্য গার্ডিয়ান বলেছে, ‘আগের চেয়ে স্লোভেনিয়ার বিপক্ষে অনেক অনেক ভালো খেলেছে ইংল্যান্ড দল।’ দ্য সান মন্তব্য করেছে, ‘প্রথম দুই ম্যাচের পারফরমেন্স হতাশাজনক হলেও স্লোভেনিয়ার বিপক্ষে আমাদের ছেলেরা পুরোপুরিই পাল্টে গেছে।’ স্লোভেনিয়ার বিপক্ষে খেলা শুরুর আগে কোচ ক্যাপেলো নাকি রুনি-জেরার্ড-ল্যাম্পার্ডদের বিয়ার পানের অনুমতি দিয়েছিলেন। এ নিয়ে ‘দ্য টাইমস’-এর মন্তব্য, ‘প্রতিশোধের জন্য তৃষ্ণার্ত হয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়েরা! খেলার আগে বিয়ারটা তাঁদের অনুপ্রাণিত করেছে।’
আনন্দ-উচ্ছ্বাস-প্রশংসার পর ব্রিটিশ মিডিয়ার চোখ এখন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের দিকে। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির। দ্য টাইমসে ব্যাপারে তাদের প্রতিবেদনে লিখেছে, বিশ্বকাপে জার্মানদের মুখোমুখি হলে ইংলিশরা যে রকম উত্তেজিত হয়ে যায়, আর কিছুতেই তেমনটি হয় না।’
এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। শেষ তিনবারই জিতেছে জার্মানি। এবার নিশ্চয়ই প্রতিশোধ নিতে মরিয়া হয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
আনন্দ-উচ্ছ্বাস-প্রশংসার পর ব্রিটিশ মিডিয়ার চোখ এখন ইংল্যান্ডের পরবর্তী ম্যাচের দিকে। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড মুখোমুখি হতে যাচ্ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির। দ্য টাইমসে ব্যাপারে তাদের প্রতিবেদনে লিখেছে, বিশ্বকাপে জার্মানদের মুখোমুখি হলে ইংলিশরা যে রকম উত্তেজিত হয়ে যায়, আর কিছুতেই তেমনটি হয় না।’
এ নিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপে জার্মানির মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। শেষ তিনবারই জিতেছে জার্মানি। এবার নিশ্চয়ই প্রতিশোধ নিতে মরিয়া হয়েই মাঠে নামবে ইংল্যান্ড।
No comments